• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আজ ঢাকায় কোথায় কী হচ্ছে

লাইফস্টাইল ডেস্ক

  ৩০ মার্চ ২০১৮, ১০:১৬
নাটক ‘ধলেশ্বরী অপেরা’র একটি দৃশ্য

আজ শুক্রবার, ৩০ মার্চ রাজধানীতে রয়েছে নানা আয়োজন। বিভিন্ন আয়োজনে কাটাতে পারেন অবসর সময়টি। রাজধানীর নানা প্রান্তে অনেকগুলো গ্রুপ আর্ট এক্সিবিশনের পাশাপাশি রয়েছে খ্যাতনামা নাট্যদলগুলোর নাটকের প্রদর্শনী। ছুটির দিনের ঢাকা নিয়েই সাজানো হয়েছে এই আয়োজন।

সোলো পেইন্টিং এক্সিবিশন ‘পিস বাই শাহাবুদ্দীন আহমেদ

আয়োজনের স্থান: দুই নং গ্যালারি, ন্যাশনাল আর্ট গ্যালারি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

সময়: সকাল ১১টা থেকে রাত ৮টা।

সোলো আর্ট এক্সিবিশন ‘ড্রয়িং এন্ড থিংকিং, থিংকিং এন্ড ড্রয়িং

শিল্পী: ঢালী আল মামুন

আয়োজনের স্থান: কলা কেন্দ্র

সময়: বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত

সোলো আর্ট এক্সিবিশন ‘গ্রে কনট্যুরস

--------------------------------------------------------
আরও পড়ুন: এই সপ্তাহ আপনার কেমন যাবে
--------------------------------------------------------

শিল্পী: সোমা সুরভী জান্নাত

আয়োজনের স্থান: অঁলিয়স ফ্রসেজ দ্য ঢাকা

সময়: বিকাল ৩টা থেকে রাত ৯টা

নাটক ‘শেষ সংলাপ

নাট্যদল: সময়

আয়োজনের স্থান: নীলিমা ইব্রাহিম মিলনায়তন, মহিলা সমিতি, বেইলি রোড

সময়: সন্ধ্যা ৭টা

নাটক ‘ধলেশ্বরী অপেরা

নাট্যদল: আগন্তুক

আয়োজনের স্থান: এক্সপেরিমেন্টাল হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

সময়: সন্ধ্যা ৭টা

নাটক ‘মর্ত্যের অরসিক

নাট্যদল: বঙ্গলোক

আয়োজনের স্থান: স্টুডিও থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

সময়: সন্ধ্যা ৭টা

নাটক ‘ঊর্ণাজাল

নাট্যদল: বাতিঘর

আয়োজনের স্থান: জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

সময়: সন্ধ্যা ৭টা

সৈয়দ শামসুল হকের চিত্রকর্ম নিয়ে ‘চিত্রের দিব্যরথ’ শীর্ষক চিত্রপ্রদর্শনী

আয়োজক: বেঙ্গল ফাউন্ডেশন

আয়োজনের স্থান: ডেইলি স্টার ভবন

সময়: সন্ধ্যা ৬টা

ইনস্টল্যাশন এক্সিবিশন ‘৭১ এর বর্বরতা’

আয়োজক: বাংলাদেশ শিল্পকলা একাডেমি

আয়োজনের স্থান: বাংলাদেশ শিল্পকলা একাডেমি

সময়: বিকাল ৫.৩০ থেকে রাত ৯টা

চলচ্চিত্র প্রদর্শণী ‘কর্নিশ কেনেডি’

আয়োজক: রেনোয়া ফিল্ম ক্লাব

আয়োজনের স্থান: অলিয়স ফ্রসেজ দ্য ঢাকা

সময়: সন্ধ্যা ৬টা

আরও পড়ুন:

কেএইচ/পিআর

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্তুগালে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী
নড়াইলে সুলতান আর্টক্যাম্প ও প্রদর্শনীর উদ্বোধন   
কাল শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
সরকারের নির্দেশনা উপেক্ষা করে উদীচীর অনুষ্ঠান দুঃখজনক : তথ্য প্রতিমন্ত্রী
X
Fresh