• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আজ ঢাকায় কোথায় কী হচ্ছে

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৩ মার্চ ২০১৮, ১৩:০১

আজ শুক্রবার, ২৩ মার্চ রাজধানীতে রয়েছে নানা আয়োজন। বিভিন্ন আয়োজনে কাটাতে পারেন অবসর সময়টি। রাজধানীর নানা প্রান্তে অনেকগুলো গ্রুপ আর্ট এক্সিবিশনের পাশাপাশি রয়েছে খ্যাতনামা নাট্যদলগুলোর নামকরা নাটকের প্রদর্শনী। ছুটির দিনের ঢাকা নিয়েই সাজানো হয়েছে এই আয়োজন।

ফ্রাংকোফনি ২০১৮

আয়োজক: অঁলিয়স ফ্রসেজ দ্য ঢাকা

আয়োজনের স্থান: অঁলিয়স ফ্রসেজ

সময়: দিনব্যাপী

সোলো আর্ট এক্সিবিশন ‘অ্যাবস্ট্রাকশন অব কোলাজ পেইন্টিং’

শিল্পী: খুরশীদ আলম সালিম

আয়োজনের স্থান: গ্যালারি টুয়েন্টি ওয়ান

সময়: সকাল ১২টা থেকে রাত আটটা

সোলো পেইন্টিং এক্সিবিশন ‘পিস বাই শাহাবুদ্দীন আহমেদ’

আয়োজনের স্থান: দুই নং গ্যালারি, ন্যাশনাল আর্ট গ্যালারি, বাংলাদেশ শিল্পকলা একাডেমী

সময়: সকাল ১১টা থেকে রাত ৮টা।

সোলো আর্ট এক্সিবিশন ‘ড্রয়িং এন্ড থিংকিং, থিংকিং এন্ড ড্রয়িং’

শিল্পী: ঢালী আল মামুন

আয়োজনের স্থান: কলা কেন্দ্র

সময়: বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত

সোলো আর্ট এক্সিবিশন ‘গ্রে কনট্যুরস

শিল্পী: সোমা সুরভী জান্নাত

আয়োজনের স্থান: অঁলিয়স ফ্রসেজ দ্য ঢাকা

সময়: বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৯টা

নাটক ‘গিরগিটি’

দল: গ্রন্থিক নাট্যগোষ্ঠী

আয়োজনের স্থান: এক্সপেরিমেন্টাল হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

সময়: সন্ধ্যা ৭টা

নাটক ‘কনডেমড সেল’

দল: প্রাঙ্গণে মোর

আয়োজনের স্থান: এক্সপেরিমেন্টাল হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

সময়: সন্ধ্যা ৭টা

নাটক ‘ইতিবৃত্ত’

দল: নাট্যদল

আয়োজনের স্থান: নীলিমা ইব্রাহিম মিলনায়তন, মহিলা সমিতি, বেইলি রোড

সময়: সন্ধ্যা ৭টা

সৈয়দ শামসুল হকের চিত্রকর্ম নিয়ে ‘চিত্রের দিব্যরথ’ শীর্ষক চিত্রপ্রদর্শনী

আয়োজক: বেঙ্গল ফাউন্ডেশন

আয়োজনের স্থান: ডেইলি স্টার ভবন

সময়: সন্ধ্যা ৬টা

কেএইচ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনী সংস্কৃতির চিরন্তন পাঠটি সুখকর না
সংস্কৃতির মধ্য দিয়ে আমাদের বেঁচে থাকতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
ভাষা রক্ষার মাধ্যমেই একটি জাতি উন্নত জীবন পেতে পারে : প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার জাতীয় বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
X
Fresh