• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মশা কাদের রক্ত বেশি পছন্দ করে?

লাইফস্টাইল ডেস্ক

  ১২ মার্চ ২০১৮, ১৭:৪২

এসে গেছে মশার মৌসুম। রাজধানী ঢাকাসহ সারাদেশে চলছে মশা মারতে কামান দাগানোর মহড়া। মশা আর মানুষের এই উত্তেজনাময় যুদ্ধের ফাঁকে চলুন জেনে নেই মশা আসলে কাকে কামড়াতে পছন্দ করে, কোথায় বসে সে তার দিনাতিপাত করে এবং কোন মশা প্রতিরোধক দেখলে তার পিলে চমকে উঠে। কিছু অদ্ভূত কিন্তু বিজ্ঞানসম্মত কারণে মশা আমাদের কামড়িয়ে থাকে।

১. শুনতে অদ্ভূত মনে হলেও ব্যায়াম করার পর পর মশা মানুষকে কামড়িয়ে থাকে। কেন? কারণ হল ব্যায়াম করলে মানুষ বেশি বেশি নিশ্বাস নেয়। আর এই নিশ্বাসের সাথে বের হয়ে আসে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডে মশা আকর্ষিত হয়।

২. সব দোষ নারীদের। চমকে যাবেন না। মানব প্রজাতির নারীদের দোষ দেয়া হচ্ছে না। আপনাকে যে মশাটি কামড় দিচ্ছে সেটি একটি নারী মশা কারণ পুরুষ মশারা মানুষের রক্ত খায় না। পুরুষ মশার পেট ভরে গাছগাছালির রস খেয়ে। আর নারী মশারা একবার রক্ত দিয়ে ডিনার করে যেখানে সেখানে একশ থেকে চারশ’র মত মশার ডিম পাড়ার ক্ষমতা অর্জন করে।

৩. বিয়ার পান করলে মশা সেটা টের পেয়ে আপনার রক্ত খেতে চায়।

৪. যাদের পায়ে দুর্গন্ধ আছে তাদেরকে মশা কামড়াতে বেশ পছন্দ করে।

৫. মশা ঘন ঝোপঝাড়ের আশেপাশে থাকতে পছন্দ করে। সেই সাথে অন্ধকার ও ভ্যাপসা জায়গা তাদের কাছে সবচেয়ে আরামের জায়গা। আর জমে থাকা পানি তো তাদের জন্মস্থানই।

৬. গর্ভবতী নারীদের তুলনামূলকভাবে বেশি কামড়িয়ে থাকে মশাবাহিনী।

আরও পড়ুন:

কেএইচ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএনসিসি এলাকায় মশা নিধন ক্যাম্পেইন ২২ এপ্রিল
প্রাইম ইউনিভার্সিটিতে কর্মশালা অনুষ্ঠিত
পাথরঘাটায় শূকরের কামড়ে নারীসহ আহত ৫
অভিযান চালাতে গিয়ে মশার কবলে মন্ত্রী-মেয়র 
X
Fresh