• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আজ ঢাকায় কোথায় কী হচ্ছে

লাইফস্টাইল ডেস্ক

  ০২ মার্চ ২০১৮, ১১:০২

আজ শুক্রবার ২ মার্চ ২০১৮। বসন্ত এসে গেছে। বসন্তের এই মাতাল সমীরণে ঘরে বসে ভাবছেন ছুটির দিনটি কী করে পার করবেন? আজকের দিনে ঢাকায় রয়েছে নানা আয়োজন। ঘর হতে বের হয়েই দেখুন- মনের আনন্দে ঘুরে বেড়ানোর পাশাপাশি জীবনের অভিজ্ঞতায় যুক্ত হতে পারে নান্দনিক কিছু, যা আপনার শিল্প-মনকে রাঙিয়ে দেবে। দিনটি কাটাতে পারেন ঢাকার নানা প্রান্তে হওয়া একক ও যৌথ শিল্প প্রদর্শনীগুলো দেখে, আবার দিনশেষে দেখতে পারেন ঢাকা থিয়েটারের বিনোদিনী। আসুন জেনে নেই আজকের ঢাকার নানা আয়োজনগুলো নিয়ে

সোলো আর্ট এক্সিবিশিন

শিল্পী: কারু তিতাস।

আয়োজনের স্থান: শিল্পজ্ঞান গ্যালারি, বাসা-৭, রোড-১৩(নতুন), ধানমন্ডি।

সময়: বিকাল তিনটা থেকে রাত আটটা।

ইম্মেনসিটিঃ গ্রুপ আর্ট এক্সিবিশন

আয়োজনের স্থান: আবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস, এজে হেইটস, বীর উত্তম রফিকুল ইসলাম এভিনিউ

সময়: সকাল ১০টা থেকে রাত ৮টা।

যাত্রা বিরতি লাইভ পারফরমেন্স

আয়োজকঃ যাত্রা

অংশগ্রহণকারী দল: ব্লান্ডারওয়ার, সন্ধি, মিলিপুট

আয়োজনের স্থান: যাত্রা, বনানী

নাটক ‘বিনোদিনী’

আয়োজক: ঢাকা থিয়েটার

প্রদর্শনীর স্থান: এক্সপেরিমেন্টাল হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

সময়: সন্ধা সাতটা

দ্য রেড থ্রেড অব বাংলাদেশ: কাঁথা প্রদর্শনী

আয়োজক: এজ, কান্ট্রিইয়ার্ড

আয়োজনের স্থান: দ্য কোর্টইয়ার্ড বে’স পার্ক হেইটস, কলাবাগান, ধানমন্ডি

সময়: সকাল ১০টা থেকে রাত আটটা

আরও পড়ুন:

কেএইচ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিনল্যান্ডে উদযাপন করা হলো ‘বসন্ত উৎসব’
ভালোবাসা দিবসে শাকিবের চমক
ব্রেইন স্ট্রোকে আক্রান্ত রোগীর চিকিৎসার্থে শাবিতে স্বপ্নোত্থানের বসন্ত উৎসব
বসন্ত এসে গেছে
X
Fresh