• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কাজল লেপটে গেলে কি করবেন?

লাইফস্টাইল ডেস্ক

  ১৫ জানুয়ারি ২০১৮, ১৪:০৪

রোজ সকালেই বিচ্ছিরিভাবে কাজল লেপটে যায়? সকালে কাজল দিয়ে বের হবার পর বিকেলে বাড়ি ফেরার পর আর নিজেকে চিনতে পারেন না? কাজল লেপটে যাওয়ার এই সমস্যা থেকে বাঁচার জন্য চলুন জেনে নিই বেশ কিছু মেকআপ ট্রিকস-

১. কাজল দেয়ার পূর্বে নিজের চেহারা ভালো করে পরিষ্কার করে নিন।

২. কাজল লাগানোর আগে চোখের কোন, চোখের উপরের অংশ ভালো করে টিস্যু দিয়ে মুছে নিন। এতে ঘাম, অতিরিক্তি তেল শুষে নেবে। কাজল লেপটে যাবে না। যদি তাতেও কাজ না হয় মুখে একটু বরফ ঘষে নিন। ত্বক কম তৈলাক্ত হবে।

৩. ঠিকভাবে কাজল দিন। চোখের পাপড়ির বাইরের অংশ থেকে কাজল পেন্সিল লাগানো শুরু করে ভেতরের অংশে যান। এর উল্টোটা করলেই সমস্যা হবে।

৪. আইশ্যাডো দিয়ে কাজলের উপর হালকা একটু শেড দিন। অনেকক্ষণ টিকবে। লেপটেও যাবে না।

--------------------------------
আরও পড়ুন: ফ্যাশনে বড় দুল
--------------------------------

৫. কাজল লাগানোর আগে কখনোই প্রাইমারি বেস করতে ভুলবেন না। এর ফলে কাজল লাগানোও অনেক সুন্দর হবে। ফলে কাজলটি থাকবে অবিচল।

৬. কাজল লাগানোর আগে চোখের কোনে বেশি করে পাউডার দিন। কাজল লাগানোর পর অতিরিক্ত পাউডার ঝেড়ে ফেলুন।

৭. কাজল লাগানোর সময় চোখের বাইরের কোন থেকে ভিতরের কোনে কাজলের রেখা টানুন। ভিতর থেকে বাইরের দিকে রেখা টানলে চোখের জলে আরও বেশি লেপটে যেতে পারে কাজল।

৮. কাজল লাগানোর পর কালো আইশ্যাডো দিয়ে ফিনিশিং লুক দিন। এতে স্মাজ করলেও যেমন বোঝা যাবে না তেমনই স্মোকি লুক আসবে।

সবকিছুর পরও কাজল লেপটে যেতেই পারে। এ সমস্যার তাৎক্ষণিক সমাধানে নিজের সঙ্গে কটন সোয়াব রাখুন। এক মুহূর্তেই লেপটে যাওয়া কাজল মুছে ফেলুন।

ছবি: আরটিভি অনলাইন, ছবি তুলেছেন: হামদান আশরাফ, মডেল: প্রিয়তা পারমা

কেএইচ/পি

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘শেষমেশ’, যে গল্প কাঁদিয়েছে দর্শকদের
সেন্সর পেল ঈদের দুই সিনেমা
বড় ‘গ্যাঞ্জামের’ ইঙ্গিত দিলেন নির্মাতা অমি
বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ
X
Fresh