• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ব্রণ ও অ্যাকনি থেকে মুক্তির উপায়

লাইফস্টাইল ডেস্ক

  ০৯ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৫

ছেলে হোক কিংবা মেয়ে, সব বয়সী মানুষেরা ভুগছেন ব্রণ এবং অ্যাকনির সমস্যায়। নাক, কপাল, গলা, ঘাড় এমনকি পিঠেও হয়ে থাকে এই ব্রণ; যা চেহারার লাবণ্য ও সৌন্দর্য নষ্ট করে দেয়। আর এ কারণে হতাশাগ্রস্ত হন অনেকেই। মূলত হরমোনাল সমস্যা, মানসিক চাপ কিংবা আবহাওয়ার পরিবর্তনের কারণে ব্রণ বা অ্যাকনি হয়ে থাকে। অনেকেই এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহারে পেয়েছেন পার্শ্বপ্রতিক্রিয়া। তাই আমরা নিয়ে এলাম এমন কিছু ঘরোয়া উপায় যা কমাবে আপনার মুখের দাগ।

• মধু: ত্বক পরিষ্কার রাখতে প্রাকৃতিক এই উপাদানের কোনো জুড়ি নেই। ব্রণ বা অ্যাকনির ওপর মধু লাগিয়ে রাখুন। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন।

• লেবুর রস: সমপরিমাণ লেবুর রসের সঙ্গে গোলাপজল মিশিয়ে মুখে লাগান। এতে খুব সহজেই চলে যাবে ব্রণের দাগ।

• রসুন: অ্যান্টিবায়োটিক হিসাবে রসুনের তুলনা হয় না। একটি রসুনের কোয়া থেঁতলে ব্রণের উপর ঘষুন এবং ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

• ডিম: ব্রণের দাগের ওপর ডিমের সাদা অংশ লাগিয়ে রেখে দিন। তারপর সেটি শুকাতে দিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৪দিন ব্যবহার করুন।

• টুথপেস্ট: ব্রণ কিংবা ব্রণের দাগ দূর করার সব থেকে ভালো উপাদান হলো টুথপেস্ট। সারারাত ক্ষতস্থানে টুথপেস্ট লাগিয়ে রাখুন এবং সকালে ধুয়ে ফেলুন।

• পানি: সব সমস্যার প্রতিকার রয়েছে পানিতে। প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস পানি পান আপনার ত্বককে রাখবে দাগ মুক্ত ও ফ্রেশ।

এন/পিএ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিদিনের এই পানীয়তেই মিলবে ব্রণের সমস্যা
X
Fresh