• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চায়ের সঙ্গে ঝাল পোয়া পিঠা

লাইফস্টাইল ডেস্ক

  ১১ নভেম্বর ২০১৭, ১৪:৫৪

বিকেলের নাস্তায় চটজলদি তৈরি করে ফেলতে পারেন ঝাল পোয়া পিঠা। এটি তৈরি করা যেমন সহজ খেতেও তেমন সুস্বাদু।

যারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন না তারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এ পিঠা।

তাহলে জেনে নিন ঝাল পোয়া পিঠা তৈরি করতে কী কী উপকরণ লাগবে এবং কীভাবে তৈরি করবেন।

উপকরণ : চালের গুঁড়া দেড় কাপ, পানি ১ কাপ, ডিম ১ টি, মিহি পেঁয়াজ কুচি ১ টি, কাঁচামরিচ কুচি ২-৩ টি, ধনেপাতা কুচি এক মুঠো, আদাবাটা সামান্য, ভাজা জিরা গুঁড়া ২-৩ চিমটি, চিনি ১ চা চামচ, ময়দা ১ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, তেল ভাজার জন্য।

প্রণালী : প্রথমে একটি পাত্রে চালের গুঁড়ার সঙ্গে একে একে বাকি সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিন।

তারপর পরিমাণ মতো পানি দিয়ে মাঝারি ঘন গোলা বানিয়ে ডালের চামচে নিয়ে গোল গোল করে ডুবোতেলে বাদামি করে ভেজে নিন।

এবার বিকেলে চায়ের টেবিলে গরম গরম পরিবেশন করুন ঝাল পোয়া পিঠা।

আরকে/জেবি

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠিতে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
নিখোঁজের ৮ দিন পর নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
ঝালকাঠিতে নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
X
Fresh