• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফলের খোসায় রূপচর্চা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ অক্টোবর ২০১৭, ১৭:৩৯

রূপচর্চার ক্ষেত্রে ফলের জুড়ি নেই। তবে ফলের খোসাও কিন্তু রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার হয়৷ ফলের খোসার সাহায্যে ত্বকের অনেক সমস্যার সমাধান করা সম্ভব।
বর্তমানে রূপচর্চার কথা বললেই মাথায় আসে বিউটি পার্লারের কথা।
কিন্তু বাজার থেকে কিনে আনা বা বাড়ির বাগানে হওয়া সহজলভ্য ফল দিয়েই ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিলে ত্বক ভালো থাকবে, সময় বাঁচবে, খরচও হবে কম।
তাহলে জেনে নেয়া যাক ফলের খোসা দিয়ে কিছু রূপচর্চা সম্পর্কে।
• শরীরে ঘামের গন্ধ হলে গোসলের আগে পানিতে লেবুর খোসা ডুবিয়ে রাখুন৷ এই পানি দিয়ে গোসল করলে মাথার চুল থেকেও লেবুর গন্ধ আসবে৷ যাদের বেশি ঘাম হয় তারা এটি প্রয়োগ করে দেখতে পারেন৷
• কমলালেবুর খোসা পানিতে ফুটিয়ে সেই পানি একটি বোতলে ভরে ফ্রিজে রেখে দিন৷ এটি খুব সুন্দর একটি পারফিউমে পরিণত হয়৷ বাইরে বেরোনোর আগে এটি শরীরে লাগিয়ে নিলে সারাদিন গায়ে সুন্দর কমলার গন্ধ থাকবে৷
• কমলার খোসা শুকিয়ে গুঁড়ো করে রেখে দিন৷ প্রতিদিন সামান্য গরম পানিতে গুলে মুখ ধুলে ত্বক আরো উজ্জ্বল ও প্রাণবন্ত হবে।
• দাঁতের হলদে ভাবের জন্য অনেকেই প্রাণ খুলে হাসতে লজ্জা পান৷ এই সমস্যা দূর করে দিতে পারে কলার খোসা৷ কলার খোসা দিয়ে রোজ দুবেলা দাঁত ঘষলে দাঁতের হলদে ভাব দূর হয়ে যায়৷
• পেঁপের খোসা সকলেই ফেলে দেন৷ কিন্তু এটিও বেশ উপকারি৷ পেঁপের খোসা দিয়ে পায়ের পাতা ও গোড়ালি ঘষলে পা কোমল থাকে৷ এছাড়াও গোড়ালি ফাটার সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়৷
আরকে/এসজে

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh