• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শারদ উৎসবে কে ক্র্যাফ্টের আয়োজন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৯

শারদীয় দুর্গাপূজা উৎসবকে রাঙিয়ে দিতে ক্রেতাদের পাশে থাকার জন্য কে ক্র্যাফ্ট এনেছে বিশেষ আয়োজন। উৎসবকে আরো উৎসবমুখর করার প্রয়াসে পোশাকেও এনেছে উৎসবের আমেজ এবং বর্ণিল ইতিহাস।

আর তাই ইতিহাসের সে সকল স্থাপনা আর তার মোটিফই নানা রুপে নানা ভঙ্গিমায় স্থান পেয়েছে পোশাকে।

এবার শারদীয় দুর্গাপূজায় উপমহাদেশের ঐতিহাসিক স্থাপনা ও মন্দিরের সেই নকশা, সেই কারুকাজ, সেই রং নিয়ে রাঙ্গিয়ে তুলবে পূজাকে। কান্তজীরমন্দির, সোনাপুরমন্দির, রাজস্থানিমন্দির, জয়পুর ও পুরীরমন্দির এবং আগ্রার বিশেষ স্থাপনা সবকিছু থেকেই নেয়া হয়েছে কিছু কারুকাজ। এছাড়াও পূজার নানা উপকরণের অংশ, মেন্ডেলা ইত্যাদি স্থান পেয়েছে মোটিফ হিসাবে। আর রেগুলার ফুলেল মোটিফ, জ্যামিতিক মোটিফ তো আছেই।

রং হিসাবেও ব্যবহার করা হয়েছে পূজার চিরাচরিত রং লাল-সাদা, সঙ্গে যুক্ত হয়েছে উৎসবের আরো রং যেমন কমলা, হলুদ, নীল, সবুজ, সোনালি ঘেরুয়া ইত্যাদি। বসনের উপাদানটিও আরামদায়ক। ব্যবহার করা হয়েছে কটন, কোটা, লিনেন ও জর্জেট কাপড়। অরনামেন্টেশন করা হয়েছে স্ক্রিনপ্রিন্ট, মেশিন এমব্রয়ডারি ও ব্লক প্রিন্টের মাধ্যমে।

আরকে/জেবি

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh