• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ডায়েটের ভুলে পড়তে পারে চুল, যা করবেন

আরটিভি নিউজ

  ১৩ মে ২০২২, ১২:১১
ডায়েটের ভুলে পড়তে পারে চুল, যা করবেন
ছবি : সংগৃহীত

আমরা অনেকেই ওজন কমাতে ডায়েট মেনে চলি। এ সময় অনেকে কার্বহাইড্রেড বা শর্করা জাতীয় খাদ্য একদম বাদ দিয়ে দেন, যা আসলে মোটেও সমীচীন নয়। এই ধরনের ভুলের কারণে ওজন কমবে ঠিকই কিন্তু শরীরে তৈরি হবে নানা ধরনের জটিলতা। যেমন চুল পড়ে যাওয়া।

আমাদের দেশে অনেকেই চুল পড়া সমস্যায় ভোগেন। ডায়েটে এই ধরনের ভুলের কারণেও আপনার চুল পড়ে যাতে পারে খুব দ্রুত। এ ছাড়াও শরীর দুর্বল হয়ে যাওয়া, কাজে শক্তি না পাওয়া ইত্যাদি সমস্যাও হতে পারে।

তাই খাদ্য তালিকায় শর্করা জাতীয় খাবার যেমন, ভাত-রুটির একটা অংশ রাখতেই হবে। বিশেষ করে সকালের নাস্তায় কার্বহাইড্রেড বাধ্যতামূলক। যদি আপনি ওজন কমানোর ডায়েট মেনে চলেন সে ক্ষেত্রে দুপুরের খাবারেরও অল্প করে শর্করা জাতীয় খাবার রাখতে হবে। অথবা একদিন পর পরও শর্করা খেতে পারেন। সেক্ষত্রে আরেক দিন সবজি, সালাদ, মাছ-মাংস, টক দই খাওয়া যেতে পারে।

রাতের খাবারে শর্করা বাদ দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে এক কাপ সবজি অথবা সালাদ, দই, আমিষ জাতীয় খাবারের একটি ছোট অংশ রাখা যেতে পারে এবং ঘুমানোর আগে এক কাপ দুধ পান করতে পারেন।

আরও কয়েকটি বিষয়ে খেয়াল রাখুন

  • চুল প্রতিদিন শ্যাম্পু করবেন না।
  • প্রতিদিন চুল ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে।
  • চুলে রক্তসঞ্চালন বাড়াতে বেশি করে আঁচড়াতে হবে।
  • ১০-১২ সপ্তাহ পরপর ভেঙে যাওয়া চুলের আগা ছেঁটে বা কেটে ফেলতে হবে।
  • চাপ (স্ট্রেস) কমাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে।

এরপরও যদি সমাধান না হয়, ডার্মাটোলজিস্টের সঙ্গে কথা বলে চিকিৎসা নিতে হবে। প্রয়োজনে একজন পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন।

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে বারের সামনে নারীদের চুলোচুলি
বারের সামনে চুলোচুলি, ভাইরাল সেই ৩ নারী গ্রেপ্তার
ইরানের পারমাণবিক চুল্লিতে হামলা চালাতে পারে ইসরায়েল
মুঠো ভর্তি চুল উঠছে, ভয়াবহ অসুখ কি না জানুন এই ৫ পরীক্ষায়
X
Fresh