• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দাড়ি কাটার পর ত্বকে জ্বালা শুরু হয়? যেভাবে নেবেন যত্ন

আরটিভি নিউজ

  ০১ মে ২০২২, ১১:৩৭
দাড়ি কাটার পর ত্বকে জ্বালা শুরু হয়? যেভাবে নেবেন যত্ন

অনেকেই প্রতিদিন অফিস কিংবা কাজে যাওয়ার আগে দাড়ি কাটেন। কিন্তু রোজ দাড়ি কাটা মানেই ত্বকের ওপর চোট পড়ার আশঙ্কা। কোনো কোনো দিন দাড়ি কাটার পর থেকেই ত্বকে জ্বালা শুরু হয়। নিয়মিত এমন হলে ত্বকের যত্ন নেওয়াও জরুরি।

দাড়ি কাটার পর যেভাবে ত্বকের যত্ন নেবেন?

দাড়ি কাটার পরও ত্বক যাতে কোমল থাকে, তার জন্য নিতে হবে যত্ন। ব্লেড বাছাই থেকে দাড়ি কাটার পদ্ধতি, সব বিষয়েই সতর্ক হতে হবে। ত্বক যত শুষ্ক থাকবে, দাড়ি কাটার সময় তত বেশি সমস্যা হবে।

১. দাড়ি কাটার আগে প্রথমেই কিছু সাধারণ প্রস্তুতি নিন। দাড়ি কাটার সময় ত্বক যাতে কোমল ও আর্দ্র থাকে, তার জন্য একটি ঘন ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। দাড়ি কাটার ৬ ঘণ্টা আগে ভালভাবে ময়শ্চারাইজার মাখুন।

২. দাড়ি যদি খুব লম্বা হয়ে যায় প্রথমেই ব্লেড চালাবেন না। বরং আগে কাঁচি দিয়ে কিছুটা ছেঁটে নিন। তা হলে বার বার এক জায়গায় ব্লেড চালাতে হবে না। এতে ত্বকের উপর চাপ কম পড়বে।

৩. দাড়ির উল্টো দিকে কখনও ব্লেড চালাবেন না। সে দিকে সব সময় খেয়াল করা জরুরি।উল্টো দিকে ব্লেড চালালে ত্বকের উপর বেশি চাপ পড়ে। জ্বালাও বেশি করে।

৪. দাড়ি কামানোর জন্য কোনও ঘন শেভিং ক্রিম ব্যবহার করুন। এমন কিছু ব্যবহার করবেন যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করবে।

৫. শেভ করার পর সঙ্গে সঙ্গে আফ্টার শেভ লোশন ব্যবহার করুন। এর কিছুক্ষণ পর আবার ময়শ্চারাইজার ব্যবহার করুন।

সূত্র : আনন্দবাজার

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh