• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনা থেকে সেরে ওঠার পর কী মদ্যপান করা যাবে? কী মত পুষ্টিবিদের

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২২, ১৯:৪৬
করোনা থেকে সেরে ওঠার কত দিনের মধ্যে মদ্যপান করা যাবে? কী মত পুষ্টিবিদের
ফাইল ছবি

বাড়ছে কোভিড সংক্রমণ। বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজন, অফিসের সহকর্মীরা অনেকেই আক্রান্ত হচ্ছেন। দুটি টিকা নেওয়ার সুফলেই হোক বা এই পর্যায়ের করোনাস্ফীতি আগের দু’বারের তুলনায় কম সক্রিয় হওয়ার ফলেই হোক, এই পর্বে করোনা আক্রান্তদের অধিকাংশই মৃদু উপসর্গ নিয়ে নিভৃতবাসে রয়েছেন। অনেকেই আবার করোনা জয় করে সুস্থতার পথে। দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর এমন অবস্থায় অনেকেই গলা ভেজাতে অল্প হলেও চুমুক দিতে চাইছেন মদের গ্লাসে। শারীরিক এই অবস্থায় মদ্যপান করা কি উচিত?

ভারতের আনন্দবাজার অনলাইনের ‘ভরসা থাকুক’ ফেসবুক ও ইউটিউব লাইভে এই বিষয় সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছেন দেশটির পুষ্টিবিদ এবং যাপন-সহায়ক অনন্যা ভৌমিক।

অনন্যা ভৌমিক বললেন, ‘আমরা বিজ্ঞানকে ছাড়িয়ে গিয়ে কিছু করতে পারি না। অন্তত এই পরিস্থিতিতে তো একেবারেই নয়। মন ভালো রাখতে আপনি স্বাচ্ছন্দ্যে মদ্যপান করতে পারেন এটা আমি বলতে পারি না। তবে বিজ্ঞানের কথা ধার করে বলতে পারি যে মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।’

করোনা হলে মদ্যপান করা যায় না?

অনন্যা ভৌমিক বলেন, ‘এই বিষয়টি নিয়ে এখনও সে ভাবে তো কোনো গবেষণাপত্র তৈরি হয়নি। তবে যেকোনো ধরনের ভাইরাস দ্বারা সংক্রমিত হলে মদ্যপান না করাই বাঞ্ছনীয়।’’

করোনামুক্ত হলে কী মদ্যপান করা যেতে পারে?

অনন্যা বলেন, ‘সেটা পুরোটাই যিনি সেরে উঠছেন তার ইচ্ছার ওপর নির্ভর করছে। তবে আমি বারে বারেই বলব যে কোভিড আক্রান্ত থাকাকালীন হোক বা কোভিড থেকে সেরে ওঠার পর কোনো সময়ই মদ্যপান শরীরের জন্য উপকারী নয়।’

এসএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh