• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টিফিনে নুডুলস নেষ্ট

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ মে ২০১৭, ১২:৪৮

বিকেলের নাস্তা বা স্কুলের টিফিন হিসেবে নুডুলস বাচ্চাদের খুব প্রিয় একটি খাবার।

তবে এবার নুডুলসের রেসিপিতেও নিয়ে আসতে পারেন কিছুটা ভিন্নতা।

খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন নুডুলস নেষ্ট। তাহলে জেনে নিন নুডুলস নেষ্ট তৈরির রেসিপি।

উপকরণ : সেদ্ধ নুডুলস ২ কাপ, ডিম সিদ্ধ ১ টি, সিদ্ধ সবজি ১ কাপ, মুরগির মাংস ১ কাপ, ডিমের সাদা অংশ ১ টি, পেঁয়াজ কাটা ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন কুচি আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, চিলিসস ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ২টি, চিনি সামান্য, লেবুর রস ১ টি, সয়াসস আধা চা চামচ, তেল পরিমাণমত, লবণ স্বাদমতো।

প্রণালী : প্রথমে মুরগির মাংসে ডিমের সাদা অংশ, লবণ, গোল মরিচ গুঁড়া, আদা বাটা, দিয়ে ভাল করে মেখে ম্যারিনেট করে নিন।

এবার কড়াইতে তেল দিয়ে ম্যারিনেট করা মাংস ভেজে নিন।

এখন অন্য একটি কড়াইতে তেল দিয়ে রসুন কুচি ভেজে নিতে হবে।

এরপর তাতে মাংস, পেঁয়াজ, সিদ্ধ সবজি, কাঁচামরিচ, চিলিসস, সয়াসস, লেবুর রস ও কর্নফ্লাওয়ার গোলা পানি দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে।

এরপর ঘন হয়ে এলে নামিয়ে নিন। এবার নুডুলস কর্নফ্লাওয়ারে মেখে নিন।

চামচের মধ্যে নুডুলস দিয়ে আর একটি চামচ দিয়ে চেপে গরম তেলে ভেজে নিন।

ভাজা হয়ে এলে এর মধ্যে রান্না করা সবজি, সিদ্ধ ডিম ও টমেটো সস দিয়ে পরিবেশন করুন নুডুলস নেষ্ট।

আরকে/এসজে

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh