Mir cement
logo
  • ঢাকা শনিবার, ২৫ জুন ২০২২, ১১ আষাঢ় ১৪২৯

আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৪
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১০:১৭

পুরাতন স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই জানা উচিত

পুরাতন স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই জানা উচিত
প্রতীকী ছবি

অনেকের পক্ষেই সব সময় নতুন ফোন কেনা সম্ভব হয় না। অন্যের ব্যবহার করা পুরনো ফোন কিনতে তারা বাধ্য হন। প্রচলিত ভাষায় যাকে বলে ‘সেকেন্ড হ্যান্ড’ বা ‘ইউজড’ ফোন। কিন্তু এই ধরনের ফোন কেনার অল্প কিছু দিন পরই বিগড়ে যায় ফোন। কিন্তু একটু সতর্ক হলেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

পুরনো বা অন্যের ব্যবহার করা স্মার্টফোন কেনার আগে কী কী জিনিস দেখে নেবেন? চলুন জেনে নেয়া যাক-

  • ফোনটির গায়ে কোনও চিহ্ন আছে কি না, ভাল করে দেখে নিন। আঘাতের চিহ্ন থাকলে বুঝবেন যে, ফোনের যন্ত্রাংশের ক্ষতি হয়ে থাকতে পারে।
  • চার্জারের সঙ্গে জুড়ে ভাল করে দেখে নিন, ফোন চার্জ হচ্ছে কি না। হেডফোন বা ইয়ারফোনের জ্যাকও পরীক্ষা করে নিন।
  • দেখে নতুন বলে মনে হলেও অনেক পুরনো ফোনের টাচস্ক্রিনই কাজ করে না। হয়তো পুরনো টাচস্ক্রিন ভেঙে যাওয়ার পরে নতুন স্ক্রিন লাগিয়ে আগের ব্যবহারকারী ফোনটি বিক্রি করছেন। তাই ফোনটি কেনার আগে স্ক্রিনে টাইপ করে দেখে নিন কোনও অসুবিধা হচ্ছে কি না।
  • ক্যামেরা স্মার্টফোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। সেটিও ঠিক করে কাজ করছে কি না কেনার আগে ভাল করে দেখে নিন।

ইজে/এনএস

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS