• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাঁতার কাটুন কোকো কোলার লেকে

লাইফস্টাইল ডেস্ক

  ২৬ আগস্ট ২০২১, ২০:৫০
কোকো কোলার লেক

শিরোনাম দেখে অবাক হলেও এটাই সত্য। প্রতিবছরই হাজার হাজার পর্যটকদের ভিড় জমে এই ‘কোকো কোলা’র লেকে। লেকটির পানির রং একদম বোতলবন্দী পানীয়ের সঙ্গে মিলে যায়। আর এ কারণেই এ নামে পরিচিতি বেড়েছে এর।

লেকটির পানিতে নানা গুণে সমৃদ্ধ মাটি ও মিনারেল রয়েছে। এ জন্য পানির রং কোকো কোলার মতো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, লেকটিতে সাঁতার কাটার পাশাপাশি নৌকা বিহারের জন্য বেশ আরামদায়ক। স্থানীয়দের মতে, এই পানিতে গোসল করলে রোগ-ব্যাধি কমে যায়।

লেকটির নাম ‘আরারাকোয়ারা’। ব্রাজিলের মাতা দা এস্ত্রেলা এলাকায় অবস্থিত এটি। পানিতে প্রচুর পরিমাণ আয়রন আর আয়োডিন থাকায় এর রং লালচে। লেকটিতে যাওয়ার জন্য প্রায় পাঁচ কিলোমিটার পথ হেঁটে যেতে হয়। সূত্র : আনন্দবাজার পত্রিকা

এসআর/

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারাকান্দায় ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা সংকটাপন্ন
১৮ বছর শিকলে বন্দি হাফেজ আব্দুল খালেকের মানবেতর জীবনযাপন
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প এবার স্টার সিনেপ্লেক্সে!
রত্না-আলেকজান্ডারের নতুন রেকর্ড
X
Fresh