• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

১২ রাশির জাতক-জাতিকার কেমন যাবে দিনটি

জ্যোতিষশাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী

  ০৭ জুলাই ২০২১, ১৮:৫৪

৮ জুলাই ২০২১/ ২৪ আষাঢ় ১৪২৮ বৃহস্পতিবার।

মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): মেষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সংবাদ লাভের। বৈদেশিক যোগাযোগ থেকে লাভবান হবেন। প্রবাসী ছোট ভাই-বোনের সাহায্য প্রাপ্তির আশা। সাংবাদিকতা ও গণমাধ্যমের কাজে সম্মান বৃদ্ধি। অনলাইন ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত বেচা-কেনার সুযোগ আসবে। তথ্য বিভ্রান্তির জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। সংক্রমণ থেকে সতর্ক থাকুন।

বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় রোজগারের সুযোগ আসবে। বকেয়া অর্থ আদায়ের ক্ষেত্রে সফল হবেন। কিছু অর্থ সঞ্চয়ের আশা করতে পারেন। খাদ্য ও পানীয়ের ব্যবসায় ভালো আয়ের আাশা। তবে তরিতরকারির ব্যবসায়ীরা বিপাকে পড়তে পারেন।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন): মিথুন রাশির জাতক-জাতিকার পারিবারিক জীবনে অগ্রগতি হবে। ব্যক্তিগত ও ব্যবসায়ীক যোগাযোগে সফল হবেন। নিজের মেধা ও বুদ্ধি দিয়ে লকডাউনের এ সময়েও কোনো সমস্যার সমাধান করতে পারবেন। আর্থিকক্ষেত্রে জীবন সাথীর সাহায্য পাওয়া যাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হবে।

কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): কর্কটের জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আয় রোজগারের ক্ষেত্রে দিনটি হতে পারে ব্যয়বহুল। সাংসারিক কেনাকাটা বা ব্যবসায়ীক প্রয়োজনে কিছু টাকা উত্তোলন করতে হবে। প্রবাসীদের কর্মস্থলে পরিবর্তনের যোগ প্রবল। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আয় রোজগারে পুলিশি বাধা বিপত্তির আশঙ্কা।

সিংহ রাশি (২১ জুলাই - ২১ আগস্ট): সিংহ রাশির জাতক-জাতিকার বন্ধু ভাগ্য আজ বলবান থাকবে। প্রভাবশালী ব্যক্তির সাথে বন্ধুত্বের সুযোগ আসছে। চাকরিজীবীদের বকেয়া বেতন আদায়ের যোগ। বড় ভাই-বোনের কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়ার আশা। ঠিকাদারি ও সাপ্লাইয়ের কাজে আটকে থাকা বিল আদায়ে বন্ধুর সাহায্য পাবেন।

কন্যা রাশি (২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর): কন্যার জাতক-জাতিকার কর্মস্থলে অগ্রগতির আশা। প্রভাবশালী কোনো রাজনৈতিক ব্যক্তির সাহায্য পাওয়ার সম্ভাবনা। সামাজিক ও দাতব্যমূলক কাজে কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা। পিতার সাথে সম্পর্কের উন্নতি হবে। গৃহে বসেও অফিসের অনেক কাজে সফল হতে পারবেন। পদস্থ কর্মকর্তার পূর্ণ সাহায্য পাবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): তুলা রাশির জাতক-জাতিকার আয় রোজগারের ক্ষেত্রে বাধা কিছুটা কমতে শুরু করবে। বৈদেশিক বাণিজ্যে সফল হবেন। আমদানি ও রপ্তানি বাণিজ্যে সাফল্য লাভের আশা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিকভাবে চাঙা থাকতে হবে। প্রবাসী বিদ্যার্থীরা কোনো পরীক্ষায় ভালো ফল পাবেন। শিক্ষক ও গুরুজনের সাহায্য পাওয়ার আশা।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি সকল প্রকার বকেয়া আয় রোজগারে অগ্রগতির। ঝুঁকিপূর্ণ কাজে কাঙ্ক্ষিত লাভের আশা রয়েছে। হাসপাতাল বা ঔষধের ব্যবসায় আয় রোজগার বৃদ্ধি পাবে। শেয়ার ব্যবসায়ীদের আজ কিছু আয় রোজগার হতে চলেছে। আইনগত জটিলতা থেকে সতর্ক হতে হবে। নতুবা জেল ও জরিমানার শিকার হতে পারেন।

ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসা বাণিজ্যে চলতে থাকা লকডাউনের প্রভাব কিছুটা কমবে। বাধা বিপত্তি আসলেও আয় রোজগারের চেষ্টায় সফলতার আশা। সাংসারিক জীবনে জীবন সাথীর সাথে চলতে থাকা ছোট ছোট খুনসুটি উপভোগ করুন। অহেতুক মাথা গরম করে সংসারের পরিবেশ নষ্ট করবেন না।

মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি): মকর রাশির জাতক-জাতিকার দিনটি কর্মস্থলে বাধা বিপত্তির। আপনার ধারাবাহিক উন্নতিতে আপনার সহকর্মীরা হবেন ঈর্ষান্বিত। নানাভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কাজের লোক ও কর্মচারীদের উপর কিছুটা বিরক্ত হতে পারেন। আর্থিকক্ষেত্রে বাধা বিপত্তি আপনার মানসিক অবস্থাকে বিপর্যস্ত করবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি সৃজনশীল কাজের জন্য শুভ। প্রেম ভালোবাসা ও দয়ামায়া ছাড়া কাঙ্ক্ষিত সাফল্য লাভ সম্ভব নয়। সন্তানের উচ্চ শিক্ষা বা তাদের ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা করবেন না। শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে চলমান বাধা কমে আসবে। সরকারি কোনো সাহায্য সহযোগিতা লাভের আশা।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ): মীন রাশির জাতক-জাতিকার দিনটি প্রত্যাশা পূরণের। গৃহস্থালি কাজে ব্যস্ত থাকবেন। গৃহে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন করার দিন। প্রভাবশালী আত্মীয় বন্ধুর সাহায্য পাওয়ার আশা। যানবাহন মেরামতে অনেক টাকা ব্যয় হয়ে যাবে। মায়ের কাছ থেকে কিছু অর্থ পেতে পারেন।

এম

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রজতজয়ন্তী মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় অধ্যাপক আবদুল মজিদ কলেজ
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
ভোট দিতে পারছেন না একঝাঁক তারকা
X
Fresh