Mir cement
logo
  • ঢাকা বুধবার, ১৬ জুন ২০২১, ২ আষাঢ় ১৪২৮

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ মে ২০২১, ১৩:৫৬
আপডেট : ০৯ মে ২০২১, ২২:৪৪

মা দিবস : ছবিতে মা ও সন্তানের আনন্দময় মুহূর্ত

মা দিবস : ছবিতে মা ও সন্তানের আনন্দময় মুহূর্ত
মা দিবস : ছবিতে মা ও সন্তানের আনন্দময় মুহূর্ত

বিশ্ব মা দিবস আজ। মায়েদের হাত ধরেই নতুন প্রজন্মের সূচনা। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, কষ্ট-ত্যাগের কোনো তুলনা হয় না।

‘যেখানেতে দেখি যাহা, মা-এর মতন আহা / একটি কথা এত সুধা মেশা নাই।’ কাজী নজরুল ইসলামের কবিতার মতো মায়ের মতো মধুর ডাক ও সুখের অনুভূতি পৃথিবীর অন্য কিছুতে নেই।

মাতৃত্ব নারীর জীবনের এক স্বর্গীয় সুখ। মা এমন একজন, যিনি সন্তানের জন্য ত্যাগ স্বীকার করেন আমৃত্যু। মা আর সন্তানের মমতা তা অপরিমাপযোগ্য। মায়ের ভালোবাসায় রয়েছে অপার মহিমা। সংসার, সমাজ ও রাষ্ট্রে মায়েদের অবদান অতুলনীয়।

সুস্থ থাকুক প্রতিটি মা, অকৃত্রিম অবদান নিয়ে মায়ের হাত ধরে আলোকিত হোক বিশ্ব, অন্ধকার ভেদ করে করোনা মুক্ত পৃথিবীতে নতুন সূর্য উদয় হোক, মা দিবসে এটাই প্রত্যাশা।

এসআর/

RTV Drama
RTVPLUS