• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দুধ-রসুন একসঙ্গে পানের জাদুকরী ৭ উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ মার্চ ২০২১, ০৯:৩০
The magical benefits of drinking milk and garlic together, rtv
দুধ-রসুন একসঙ্গে পানের জাদুকরী ৭ উপকারিতা

দুধ-রসুন একসঙ্গে দেখেই মনে হতে পারে এ কেমন মিশ্রণ। ইতোপূর্বে খুব কম মানুষই হয়তো এই মিশ্রণের নাম শুনেছেন। দুধ সাধারণত পানীয় আর রসুন হচ্ছে রান্নার মসলা। তারপরও কেনো দুটোকে একসঙ্গে খাওয়ার কথা বলা হচ্ছে। দুধ সুষম পুষ্টিগুণে ভরপুর আর রসুন অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। দুটোই সুস্বাস্থ্যের জন্য উপকারী। এর বাইরেও রসুন ব্যাকটেরিয়া রোধক ও প্রদাহরোধী উপাদান হিসেবে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও অনেক ক্ষেত্রে শরীরের হাড় ব্যথার প্রতিষেধক হিসেবে কাজ করে।

দুধ-রসুন অবশ্যই কিছু নিয়ম মেনে খেতে হবে, তা না হলে শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মিশ্রণ তৈরির জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে একটি পাত্রে দুধ ও পানি মিশিয়ে নিতে হবে। তারপর রসুন দিন। মিশ্রণ করে এবার ফুটিয়ে নিন। দুধ ফুটানোর সময় জাল করতে করতে প্রকৃত দুধের অর্ধেক করে নিতে হবে। এরপর স্বাদ মতো চিনি মিশিয়ে নিন। তারপর হালকা উষ্ণ গরম অবস্থায় পান করতে থাকুন।

এবার তাহলে দুধ-রসুনের মিশ্রণ পানের উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক-

  • ঠান্ডা-কাশি কমাতে অনেক উপকারী এই পানীয়।
  • এই মিশ্রণে ঘুমের সমস্যা দূর হয়।
  • প্রজনন ক্ষমতা বাড়াতে উপকারী।
  • নিয়মিত এই মিশ্রণ খেলে অ্যাজমা প্রতিরোধে কাজ করে।
  • আরথ্রাইটিসের সমস্যা কমে যায় অনেকটা।
  • রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে।
  • শরীরের বাজে কোলেস্টেরলের পরিমাণ কমায়। পাশাপাশি রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে।

সূত্র : সায়েন্স ডেইলি

এসআর/

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাড়কে মজবুত করতে একাই একশো যে পাতা
রোজায় পান করবেন যে ধরনের শরবত ও পানীয়
রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে?
তরুণ ও অভিজ্ঞদের সংমিশ্রণে আর্জেন্টিনার দল ঘোষণা
X
Fresh