• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সুস্বাদু আচারি আলু তৈরির উপায়

লাইফস্টাইল ডেস্ক

  ০৫ মার্চ ২০২১, ২৩:৩৩
ফাইল ছবি

আলুর কত রেসিপিই তো খাওয়া হয়। কখনো কি আচারি আলু খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপি জানার পর একবার চেষ্টা করে দেখুন। আচারি আলুর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। এবার তাহলে আলুর আচারি রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরা হলো-

উপকরণ : ২টি মাঝারি আলু সেদ্ধ, ১/৪ কাপ আচারি মশলা, ২ টেবিল চামচ আতপ চালের গুঁড়া, ১ টেবিল চামচ ভোজ্য তেল, ১/৪ চামচ মেথি, ১/২ চা চামচ কালিজিরা, ১ টেবিল-চামচ রসুন কুচি, ১ ইঞ্চি আদা কুচি, ১টি মাঝারি পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ ধনেপাতা কুচি এবং লবণ স্বাদ মতো।

প্রক্রিয়া : প্রথমে আলু দুটি সিদ্ধ করে নিন। এখন সিদ্ধ আলুর সঙ্গে চালের গুঁড়ো, লবণ এবং কিছুটা পানি মিশিয়ে নিন। চুলায় একটি কড়াইতে তেল গরম করতে দিন। তেল গরম হলে তাতে আলুগুলো দিয়ে দিবেন। বাদামী রং হয়ে আসলে আলুগুলো নামিয়ে ফেলুন। এবার নন-স্টিক প্যানে তেল গরম করতে দিন। এখন জিরা, সরিষা, কালিজিরা মিশিয়ে ভালো করে ভাজুন। তারপর আদা কুচি, পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন। কিছুক্ষণ ভাজা হলে তাতে আচারের মসলা, ভাজা আলু, গরম মসলা এবং লবণ দিয়ে রান্না করুন। হয়ে গেল আপনার তৈরি সুস্বাদু আচারি আলুর রেসিপি।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে প্রশান্তি দেবে আম-পাবদার ঝোল
ঈদের সকালে সুস্বাদু জর্দার ২ রেসিপি
ঈদের সকালে রাঁধুন সেমাইয়ের মালাই ক্ষীর
পাউরুটি দিয়েই হবে সুস্বাদু রসমালাই
X
Fresh