• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বেকিং সোডা ব্যবহারের ৯টি উপায় জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫১
Learn 9 ways to use baking soda
বেকিং সোডা ব্যবহারের ৯টি উপায় জেনে নিন

প্রাচীন মিশরীয় আমল থেকেই মানুষ বেকিং সোডার বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানে। কিন্তু বর্তমানে বেকিং সোডা প্রায় ৩০০ উপায়ে ব্যবহৃত হচ্ছে। বেকিং সোডা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থলি কাজে। ঘরের মেয়েরা প্রায় শত বছর ধরে বেকিং সোডা ব্যবহার করে আসছে। জেনে নিন রূপচর্চা-চুলচর্চার বাইরেও কতভাবে বেকিং সোডা ব্যবহার করা যায়-

১. কাপড় নরম করে এবং ঘামের গন্ধ দূর করতে কাপড় ধোয়ার সময় ডিটারজেন্টের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ব্যবহার করুন। শার্টের কলার ও হাতা থেকে ময়লা দূর করে খুব সহজে।
২. এক চামচ বেকিং সোডা হালকা গরম পানিতে মেশান। ফল ও সবজি এই পানিতে পরিষ্কার করে নিন। ময়লা ও কীটনাশক দূর করতে এটি চমৎকার কাজ করে।
৩. রান্নাঘর পরিষ্কার করতে এবং রান্নাঘরের আসবাব ঝকঝকে রাখতে বেকিং সোডার বিকল্প নেই। একটি ছোট পাত্রে ১ চা চামচ বেকিং সোডা নিয়ে ফ্রিজে রেখে দিন, গন্ধ দূর হবে।
৪. এক টুকরা ভেজা স্পঞ্জে কিছুটা বেকিং সোডা নিয়ে সেটা দিয়ে ফার্নিচার পরিষ্কার করুন। ফার্নিচার ঝকঝকে হবে।
৫. এক টেবিল চামচ বেকিং সোডা গরম পানিতে নিয়ে ধাতব ট্যাপ বা বেসিন পরিষ্কার করে নিতে পারবেন।
৬. এক কাপ ভিনেগারের সঙ্গে এক কাপ বেকিং সোডা মেশান। মরচেপড়া যেকোনো উপরিতলে এটা ঘষলে মরিচা চলে যাবে।
৭. দাঁতের যত্নের ক্ষেত্রে দাঁতের যেকোনো সমস্যা সমাধানে বেকিং সোডা বেশ কার্যকর। দাঁতের কালো দাগ দূর করে ও মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।
৮. গলা-ঘাড়ের বিরক্তিকর কালো দাগ দূর করতে ২ টেবিল চামচ বেকিং সোডা ও সামান্য পানি মিশিয়ে তিন মিনিট ঘষুন এবং শুকানোর জন্য কয়েক মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ময়েশ্চারাইজার ক্রিম বা অলিভ অয়েল লাগিয়ে নিন।
৯. ত্বক ও চুলের সৌন্দর্য রক্ষায়ও বেকিং সোডা নিয়মিত ব্যবহার করতে পারেন। কারণ এটি ব্রন ও ব্ল্যাকহেডস দূর করে। এটি ত্বক ও শরীরের স্ক্রাব হিসেবেও কাজ করে।

উল্লেখ্য, বেকিং সোডা সব ধরনের কাজে ব্যবহার করলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না।

সূত্র: জি ২৪ ঘণ্টা

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা নিক্ষেপ
পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ২
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, ব্যাহত হচ্ছে ফসল ঘরে তোলার কাজ 
X
Fresh