• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মাথা যন্ত্রণায় ভুগলে তার সমাধান জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:১০
If you suffer from headaches, find out the solution
সংগৃহীত

নানা কারণে আমাদের মাথার যন্ত্রণায় ভুগতে হয়। কখনও শরীরে পানির পরিমাণ কমে গিয়ে, আবার কখনও টেনশন বা স্ট্রেস থেকে এই অবস্থা দেখা দেয়। তবে, এ সমস্যা দূর করার জন্য রয়েছে সহজ কিছু উপায়। জেনে নিন কী সেই উপায়-

* দারচিনি: কম-বেশি সকলের বাড়ির রান্না ঘরে এই বস্তুটি দেখা যায়। রান্নায় ব্যবহারও করা হয়। মাথা ব্যথা ভালো করার খুব সহজে দারচিনি ব্যবহার করা যায়। কয়েকটি দারচিনি নিয়ে তা গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে পেস্ট করে কপালে লাগাতে হবে। কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিলেই সেরে যাবে মাথা ব্যথা।

* আদা: মাথা ব্যথা করলে আদা খান। তাতে মাথা ব্যথা কমার পাশাপাশি শরীরে রক্ত চলাচল ঠিক করে। আরও ভালো হয় যদি আদার রসের সাথে অল্প পরিমাণ লেবুর রস মিশিয়ে খাওয়া যায়।

* লবঙ্গ: সাধারণত দাঁতে ব্যথা হলে আমরা লবঙ্গ তেল বা গোটা লবঙ্গই কাজে লাগাই। তাতে উপকারও পাওয়া যায়। কিন্তু, এটা কী জানেন যে লবঙ্গ মাথা ব্যথা কমাতে খুব দ্রুত কাজ করে? কয়েকটি লবঙ্গ গুঁড়ো করে তা একটি রুমালের মাঝে নিয়ে নাক দিয়ে তার ঝাঁজ নিলে খুব সহজে মাথা ধরা কমে যায়।

* লেবু: হারবাল চায়ের সাথে অর্ধেক লেবুর রস মিশিয়ে খেলে খুব সহজে মাথা ধরা কমে যায়। শুধু তাই নয়, একটি লেবুকে কেটে তার রস মাথায় লাগালেও মাথা ব্যথা কমে যায়। সূত্র: জি ২৪ ঘণ্টা

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসরের পর লাপাত্তা স্বামী, শ্বশুরবাড়িতে অবস্থান তরুণীর
হঠাৎ উধাও ফেসবুকের টাইমলাইন
ইরান-ইসরায়েল যুদ্ধের শঙ্কা : মার্কিন বাহিনীর অবস্থান পরিবর্তন
দগ্ধ ৬ জনের অবস্থাই আশঙ্কাজনক
X
Fresh