• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বনশ্রীতে এই প্রথম ‘পুষ্টি ও বস্ত্র মেলা’

আরটিভি নিউজ

  ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩৩
বনশ্রীতে এই প্রথম ‘পুষ্টি ও বস্ত্র মেলা’

রাজধানীর বনশ্রীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পুষ্টি ও বস্ত্র মেলা’। মেলায় থাকবে সব ধরনের মোট ৪০টি স্টল। আসছে মার্চের ৪, ৫ ও ৬ তারিখে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এ মেলা। ব্যতিক্রমী এই মেলার আয়োজন করেছেন পুষ্টিবিদ রুবাইয়া রীতি।

রুবাইয়া রীতি জানান, স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে বনশ্রী, রামপুরা, খিলগাঁও ও আফতাব-নগরবাসীদের ভেতর যোগাযোগ ব্যবস্থা এবং সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যেই এই মেলার আয়োজন। এতে থাকছে হরেক রকমের চমক।

সর্বমোট ৭ হাজার স্কয়ার ফিট জায়গায় অনুষ্ঠিত হবে এ মেলা। স্থান : নানজিং কমিউনিটি সেন্টার, ব্লক বি-বনশ্রী, রামপুরা।
‘পুষ্টি ও বস্ত্র মেলা’-তে যেকোনো স্টল বুকিংয়ের জন্য যোগাযোগ : ০১৬২৭-৫০৪০৬৯, ০১৮৮৩-৭৬৬৪৫৯।

এসআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh