• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নারী-পুরুষের মধ্যে চমকপ্রদ ১০টি পার্থক্য

লাইফস্টইল ডেস্ক

  ১৩ জানুয়ারি ২০২১, ১৯:৫৪
ফাইল ছবি

সৃষ্টির শুরু থেকেই নারী-পুরুষের গঠন আলাদা হলেও মানুষের মন-মানসিকতা নির্ভর করে তার বেড়ে উঠা পরিবেশের ওপর। লজ্জা হচ্ছে নারীর ভূষণ। তার অর্থ এই নয় যে নারী সব কিছু থেকে আড়ালে থাকবে। বর্তমান যুগে তো নারীকে আলাদা করে দেখার কোনো সুযোগই নেই। নারী-পুরুষকে এখন বিভেদ করা কেবলই শিক্ষাহীনতার পরিচয় প্রকাশ।

এটা চিরন্তন সত্য নারী-পুরুষের মধ্যে কয়েকটি পার্থক্য থেকেই যাবে। তবে তা কেবলই মানসিক পার্থক্য। মনস্তত্ত্ববিদদের মতে, নারী-পুরুষের মস্তিষ্কের কাজের উপরই এই বিভেদ প্রকাশ পায়। সাইকোলজি টুডে মেডিকেল ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, নারী-পুরুষের মধ্যে ১০টি মানসিক পার্থক্য রয়েছে। এবার তাহলে পাঠকগুলো জেনে নেওয়া যাক-

১. পুরুষদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই অঙ্ক কষতে পছন্দ করে। বিপরীতে মহিলারা পছন্দ করেন ভাষা।

২. মেয়েরা ঝগড়া করলেও, সচরাচর মারামারি করে না। কিন্তু পুরুষরা এ ক্ষেত্রে ব্যতিক্রম।

৩. পুরুষরা সিদ্ধান্ত নিতে কখনো আবেগকে প্রাধান্য দেয় না। কিন্তু মহিলারা আনুষঙ্গিক নানান কিছু ভেবে তারপর সিদ্ধান্ত নেয়।

৪. সাধারণত মজার কিছু হলেই পুরুষরা উচ্চস্বরে হাসেন, কিন্তু মহিলারা তাদের ইচ্ছার ওপর নির্ভর করে হাসেন।

৫. পুরুষদের কাছে তাদের গাড়িই সবচেয়ে প্রিয়; একারণে পুরুষরা তা পরিষ্কার রাখতে পছন্দ করে। মহিলারা মনে করে গাড়ি পরিষ্কার করা আর জুতোর তলা পরিষ্কার একই ব্যাপার।

৬. মহিলারা পুরুষদের থেকে বেশি আবেগজনিত ঘটনাগুলো মনে রাখেন।

৭. চিন্তা-ভাবনার ওপর প্রেশার পড়লে পুরুষদের শারীরিক চাহিদা বেড়ে যায়। এক্ষেত্রে নারীদের ব্যাপার একদমই ভিন্ন।

৮. মানুষ বিচার করার ক্ষেত্রে পুরুষের থেকে তুলনামূলক অনেকটাই নারীরাই বেশি করে।

৯. পুরুষরা সাধারণত নারীর রূপ-সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে থাকে। বিপরীতে নারীদের এসব আকর্ষণ করে না।

১০. পুরুষরা কোনো সমস্যার বিষয় কারো সঙ্গে আলোচনা ছাড়াই সমাধান করার চেষ্টা করে কিন্তু নারীরা আলোচনা করতে না পারলে সমস্যা নিয়ে আরও বেশি সমস্যায় ভোগেন।

প্রসঙ্গত, নারী-পুরুষ সবাই পৃথিবীর সৃষ্টি থেকেই আলাদা আলাদা। সে কোন পরিবেশে বেড়ে উঠেছে, তার পারিপার্শ্বিক লোকজন কেমন এসবের উপর নির্ভর করেই মানুষের চরিত্র গঠন হয়। নারীরাই যে সর্বদা আবেগপ্রবণ হয়ে পড়বেন তা মনে করার কিছু নেই। আবার পুরুষ মানেই যে সে সকল ক্ষেত্রে পারদর্শী বা সবজান্তা সেটাও ঠিক নয়। প্রতিটি মানুষই সৃষ্টির সেরা জীব।

এসআর/এম

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৬তম বিসিএস প্রিলি শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা
নতুন সিনেমায় বুবলী
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
X
Fresh