• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কেন মধু দিয়ে প্রতিদিন চা পান করেন জানালেন আজহারী

ধর্ম ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২১, ১৪:৪২
আজহারী×ইসলামি×মা্ওলানা×বাংলাদেশ×পোস্ট×
আরটিভি নিউজ

ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মধু এবং পুদিনা পাতা দিয়ে লাল চা পান করার উপকারিতা সম্পর্কে একটি পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, ঠান্ডা, জ্বর এবং সর্দি-কাশিতে এই মিন্ট উইথ হানি বেশ উপকারী।

আজ শুক্রবার দেড়টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি একথা জানান। পোস্টটিতে তিনি লিখেন, ‘মধু এবং পুদিনা পাতা দিয়ে লাল চা! ইংরেজীতে ‘মিন্ট টি উইথ হানি’!

আমার ফেইভ্রেট! প্রায় প্রতিদিনই পান করি। ঠান্ডা, জ্বর এবং সর্দি-কাশিতে বেশ উপকারী। স্মেলটাও অসাধারণ! ট্রাই করেছেন কখনো ?’

ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায়, তা মিজানুর রহমান আজহারীকে দেখলেই বোঝা যায়। তাই এই সময়ের যুবকরা তাকে খুবই পছন্দ করেন। তার তাফসির মাহফিলে যুবকদের স্রোত দেখা গেছে। তিনিও যুবকদের খুবই পছন্দ করেন। তাফসির মাহফিলে যুবকদের ভালো পথে চলার আহ্বান জানান তিনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বব্যাংকের ৭০ বিলিয়ন ডলারের ফান্ড ঘোষণা, সুবিধা পেতে পারে বাংলাদেশও
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
মিয়ানমারে গৃহযুদ্ধ : একদিনে বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে
ধর্ম-কর্মে সময় কাটছে চিত্রনায়ক মেহেদির
X
Fresh