• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মলের রঙ জানান দেয় শরীরে কোন রোগ আছে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ ডিসেম্বর ২০২০, ২০:৪৪
Abdominal pain (file photo)
পেটব্যথা (ফাইল ছবি)

বাথরুমে গিয়ে অনেকেই পুরো সময়টা ঘৃণায় পার করেন। মলত্যাগের সময় নিজের মলের দিকে তাকান না এমন সংখ্যাও কম নয়। কিন্তু মলের রঙ জানিয়ে দেয়, শরীরে কোনও রোগ বাসা বেঁধেছে কিনা।

ব্রিটেনের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, প্রতিদিন মলত্যাগের সময় একবার অন্তত মলের রং দেখুন। নাহলে অজান্তে বাসা বাঁধতে পারে মারণ রোগ, চিকিত্সায় দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

ব্রিটেনে বেশি মানুষ আক্রান্ত চিকিৎসায় ক্যান্সারে। বিশেষ করে এই ধরনের ক্যান্সার হয় ৬০ বছর বা তার বেশি বয়সের মানুষদের।

চিকিৎসকরা বলছেন, মলের রং যদি আলকাতরার মতো হয় বা গাঢ় বাদামি হয়, তাহলে রীতিমতো উদ্বেগের। সে ক্ষেত্রে তা ক্যানসার বাসা বাঁধার লক্ষণ। কোলনে ক্যান্সার হলে খাওয়ার সময় তলপেটে ব্যথা হয়।

যদি মলের সঙ্গে রক্ত বেরোয়, তাহলে বিন্দুমাত্র দেরি না-করে ডাক্তারের কাছে যান। পাইলস হলে মলের সঙ্গে যে রক্ত বেরোয়, তা বাদামি রঙের হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও এই ধরনের রোগ হয়।

সূত্র- নিউজ এইটিন

জিএ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh