• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

প্রস্রাবে যে লক্ষণ দেখা দিলে হতে পারে বিপদ!

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ ডিসেম্বর ২০২০, ১৭:৪৮
Urinary problems (symbolic image)
প্রস্রাবের সমস্যা (প্রতীকী ছবি)

শরীরে কিডনির সমস্যার মতো রোগ দেখা দিলে প্রস্রাবে কিছু পরিবর্তন দেখা যায়। প্রস্রাবের যেকোনো সমস্যা অবহেলা করবেন না। নিম্নলিখিত সমস্যাগুলো হলে অবশ্যই সাবধান হয়ে যান।

প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা অনুভব করছেন? যেকোনো কিডনি সমস্যার প্রাথমিক লক্ষণ এটাই।

রাতে কি বারবার ঘুম ভেঙে প্রস্রাব পায়? গুরুতর সমস্যা কিনা পরীক্ষা করিয়ে নিন। এমন সমস্যা বেশিদিন চলতে থাকলে অন্য শারীরিক সমস্যাও দেখা দিতে পারে।

আপনার প্রস্রাবের রং কি চায়ের মতো? পরিমাণও কম হচ্ছে? এমনটা হলে কিডনির সমস্যা হওয়ার ঝুঁকি রয়েছে কিন্তু।

দিনে প্রায় সময় মনে হয় প্রস্রাব আপনার পাচ্ছে? সবসময় হয়তো প্রস্রাব হয়ও না, প্রাথমিকভাবে এটা ডায়াবেটিসের লক্ষণ হলেও কিডনি সমস্যাও অনেক ক্ষেত্রে এভাবে শুরু হয়।

আপনার কি প্রস্রাবের সঙ্গে রক্তপাত হচ্ছে? বা গাঢ় বাদামি রঙের প্রস্রাব হচ্ছে? তাহলে একটুও দেরি না করে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন।

আপনার প্রস্রাবে কি অস্বচ্ছ? বিয়ারের মতো ফেনা ভাসছে ওপরে। কিডনির অনেক সমস্যার প্রাথমিক লক্ষণ এমন হয়।

সূত্র- নিউজ এইটিন

জিএ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্রাব চেপে রেখে নামাজ পড়া যাবে কি?
শীতের শুষ্কতায় শিশুর ত্বক রুক্ষ, যা করবেন
X
Fresh