• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দাঁতের স্কেলিং কেন দরকার? কতদিন পর করবেন জেনে নিন

গাজী আনিস

  ২৯ নভেম্বর ২০২০, ১৯:০৬
Dental scaling
দাঁতের স্কেলিং (ফাইল ছবি)

দাঁত নিয়ে মানুষের চিন্তার শেষ নাই। সুন্দর একটি হাসি দিয়ে মানুষের মন জয় করতে কার না ইচ্ছে চায়। তবে কিছু অযত্ন ও অবহেলার কারণে আমাদের অনেকের সেই আশা পূরণ হয় না। হাসি দিলেও সে হাসি সুন্দর হয় না। আর সুন্দর হাসির না হওয়ার কয়েকটি কারণের মধ্যে হলো ঠিকমতো দাঁত পরিষ্কার না করা বা ঠিক সময় স্কেলিং না করা। বিশেষ করে দাঁত স্কেলিং করা নিয়ে অনেকেই সঠিক নিয়ম জানেন না কিংবা বিষয়টি হেলায় ফেলায় দেখেন। একটা সময় এই পরিণাম ভোগ করতে হয়।
এই বিষয়টি নিয়ে আরটিভি নিউজের পাঠকদের সমাধান দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)র সাবেক ডেন্টাল সার্জন ডা. আহসান হাবিব তানিন।

কেন স্কেলিং করবেন

স্ক্লেলিং করার প্রয়োজনীতা নির্ভর করে একজন মানুষের লালার ওপর।

কারো লালা ভারী কারো লালা পাতলা। ভারী লালা যাদের তাদের স্কেলিং বেশি প্রয়োজন পড়ে কারণ মুখ ওয়াশআউট কম হয়।

এছাড়া যাদের কোষ্ঠকাঠিন্য আছে।

যাদের হজমে অসুবিধা হয়।

যাদের শক্ত খাবার খাওয়া অভ্যাস কম।

যাদের নরম ও মিষ্টি খাবার খাওয়ার প্রবণতা বেশি তাদের স্কেলিং করার প্রয়োজন পড়ে।

এছাড়া যাদের সিস্টেমিক ডিজিজ, ডিএম, সিকেডিসহ বিভিন্ন জটিল রোগ আছে তাদের বিশেষ যত্ন প্রয়োজন পড়ে।

দাঁতে স্কেলিং কতদিন পর পর করবেন

স্কেলিং সাধারণত ৬ মাসে একবার করা প্রয়োজন। কারও কারো ক্ষেত্রে ১ বছরে ১ বার করার প্রয়োজন হয়। তবে বুদ্ধিমানের কাজ হলো ৬ মাস পর পর ডেন্টিস্টের কাছে যেয়ে চেকআপ করা।

জিএ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোজা রেখে রক্ত দেওয়া যাবে কি না, জেনে নিন
দেশের বাজারে হিরো কারিজমা এক্সএমআর, জেনে নিন দাম
জেনে নিন, কোন আসনে কে বিজয়ী
জেনে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি
X
Fresh