• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হঠাৎ দাঁত ভাঙলে করণীয়

গাজী আনিস

  ২৭ নভেম্বর ২০২০, ০৭:২৩
Sudden broken tooth (symbolic image)
হঠাৎ দাঁত ভাঙা (প্রতীকী ছবি)

মাংসের শক্ত হাড় চিবাতে গিয়ে কিংবা টিউবওয়েল চাপতে গিয়ে দাঁত ভেঙেছেন আশপাশে এমন অনেক মানুষ দেখা যায়। তবে কিল-ঘুসি খেয়ে কিংবা অন্যান্য দুর্ঘটনার কবলে পড়েও অনেকে দাঁত ভাঙেন। যেভাবেই দাঁত ভাঙুক ক্ষতিগ্রস্ত দাঁতের জন্য প্রয়োজন দ্রুত চিকিৎসা। দাঁত ভাঙার সঙ্গে সঙ্গে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন না হলে আজীবনের জন্য দাঁত হারাতে পারেন।

এই বিষয়টি নিয়ে আরটিভি নিউজের পাঠকদের সমাধান দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)র সাবেক ডেন্টাল সার্জন ডা. আহসান হাবিব তানিন।

চলুন তার কাছ থেকে জেনে নিই হঠাৎ দাঁত ভাঙলে করনীয় কী সেই সম্পর্কে

  • প্রথমে ভাঙা অংশগুলো এক সাথে করে পরিষ্কার শুকনো পাত্রে রেখে ডেন্টিস্টের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
  • হাল্কা কুসুম গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করুন। মুখের ভেতরে ময়লা থাকলে তা ভালোভাবে পরিষ্কার করুন।
  • হাতের নাগালে বরফ থাকলে তা ভাঙা অংশে লাগাতে পারেন। এছাড়া কাপড় পেঁচিয়ে রাখুন। এতে ফুলে ওঠার সম্ভাবনা কমবে।
  • যত দ্রুত সম্ভব ডেন্টিস্টের শরণাপন্ন হওয়ার চেষ্টা করুন।
  • ভাঙা অংশে যদি রক্তপাত হয় তা নিয়ন্ত্রণ করার জন্যে গজ বা কাপড় ব্যবহার করুন।
  • মোটামুটি উল্লিখিত প্রক্রিয়া মেনে ৩০ মিনিটের মধ্যে ডেন্টিস্টের কাছে পৌঁছাতে পারলে সফল চিকিৎসা পাওয়ার সম্ভাবনা থাকে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি, পানি স্প্রের পরামর্শ 
উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলকে যে পরামর্শ দিল যুক্তরাজ্য
ঈদে ঘরমুখো মানুষের জন্য ১৪ পরামর্শ ডিএমপির
যেসব আমল দিয়ে লাইলাতুল কদর পালনের পরামর্শ মুশফিকের
X
Fresh