• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কলাপাতা ব্যবহার করলে যে সব শক্তি বাড়ে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২০, ২৩:০১
Banana leaves in beauty
রূপচর্চায় কলাপাতা

খাবারের পাত্র হিসেবে কলাপাতার বেশি ব্যবহার হয়। অনেকে আবার রান্নার মাধ্যম হিসেবেও ব্যবহার করেন। তবে এই কলাপাতাই আপনার ত্বক ও চুলের ক্ষেত্রে দারুণ উপকারী। এছাড়াও কলাপাতার আছে বিশেষ শক্তি, যা জানলে অবাক হবেন।

কলাপাতা ব্যবহার করলে পাবেন যে উপকার

সবুজ কলাপাতার আস্তরণ শরীরকে ক্ষতিকারক UV রশ্মি থেকে বাঁচায়। এর স্নিগ্ধতা শরীরের প্রতিটি কোষকে আরাম দেয়।

কলাপাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা স্কিন ড্যামেজকে আটকে দেয়। অকালে পড়া ত্বকে ভাঁজ আটকাতে সাহায্য করে কলাপাতার ফেসপ্যাক।

অ্যালানটয়েন নামে এক যৌগ থাকে কলাপাতার মধ্যে। এর ফলে প্রাণী শরীরে নাইট্রোজেন মেটাবলিজম তৈরি হয়। তা ত্বকের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়।

চুলের খুশকি সমস্যার সমাধানেও কলা পাতার জুড়ি মেলা ভার। এতে চুলের গোড়ার চুলকানি ভাবও কমে যায়। কলাপাতা পিষে মাথায় ব্যবহার করলে মাথাও ঠাণ্ডা হয়। এতে চিন্তা শক্তি বাড়ে। নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা পাওয়া যায়। যাদের ঘুমের সমস্যা রয়েছে, তারাও কলাপাতা ব্যবহার করে উপকার পাবেন।

ত্বকের ট্যান কমাতে সক্ষম কলাপাতার ফেসপ্যাক। এতে ক্ষত সারানোর ক্ষমতাও রয়েছে। এগজিমার মতো চর্মরোগও সারায় এই পাতা।

সূত্র- সংবাদ প্রতিদিন

জিএ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh