• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যেসব কাপে চা পানে পেটে যায় ৭৫ হাজার মাইক্রোন প্লাস্টিকের কণা

লাইফস্টাইল, আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২০, ২০:০২
paper, cha, drinking
চা কাপ

চা শব্দটি চীনের হলেও তা পান করা শিখিয়েছেন ব্রিটিশরা। এমন কথা সকলের মাঝে আলোচিত। কিন্তু সেই চা যদি কাগজ কিংবা প্লাস্টিকের কাপে পান করেন তাহলে কয়েক ধরনের ক্ষতির মুখে পড়বেন।

আইআইটি খড়গপুরে এক গবেষণায় জানা গেছে, একদিনে তিনবার প্লাস্টিক বা কাগজের কাপে চান খান তাহলে মানব দেহের ৭৫ হাজার মাইক্রোন প্লাস্টিকের কণা প্রবেশ করে।

গবেষণায় জানা গিয়েছে, প্লাস্টিক ও কাগজের কাপ বানাতে হাইড্রোফোবিক ফিল্ম ব্যবহার হয়। এই ধরনের কাপে চা পান স্বাস্থ্যের পক্ষে প্রবল ক্ষতিকারক।

সহকারী অধ্যাপিকা সুধা গোয়েল জানিয়েছেন, প্লাস্টিক ও কাগজের কাপে গরম চা পড়ার পর সেই হাইড্রোফোবিক ফিল্ম গলতে শুরু করে। এর পরই প্লাস্টিকের কণা চায়ে মিশতে শুরু করে। চা পান করলে সঙ্গে সঙ্গে কণাগুলো মানব দেহে প্রবেশ করে।

তিনি আরও বলেন, প্লাস্টিক ও কাগজের কাপে ১০ মিনিট গরম চা থাকলেই প্লাস্টিকের কণা মিশতে শুরু করে। গরম জল বা চা, কোনওটাই তাই কাগজের কাপে চা পান করা উচিত নয়।

এনডিটিভি
এফএ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে যে বার্তা সাকিবের
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড বাড়িঘর, ফসলের ব্যাপক ক্ষতি
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh