• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রান্নাঘরের তেল চিটচিটেভাব দূর করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২০, ১৩:০৮
Kitchen view
রান্না ঘরের দৃশ্য

আবহাওয়াটা আস্তে আস্তে শুষ্ক হচ্ছে। এই সময় বাড়িতে ধুলাবালি জমে বেশি। তাই ঘরদোর পরিষ্কার করার প্রস্তুতি নিন আগে থেকেই। বাড়ি পরিষ্কার করার কাজ শুরু করুন রান্নাঘর থেকে। কারণ রান্না ঘরে থাকে তেল চিটচিটে ভাব।

যেভাবে রান্নাঘরের চিটচিটেভাব দূর করবেন-

গ্যাসের কারণে রান্নাঘরে চিটচিটেভাব আসে। তাই রান্নাঘরে গ্যাসের চারপাশে টাইলস লাগান। টাইলস পরিষ্কার করাও অনেকটা সহজ। এতে চিটচিটেভাব অনেকটা কমে যাবে।

রান্নাঘরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র যেমন বিভিন্ন মশলার কৌটো, আনুষঙ্গিক সামগ্রী সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার করুন।

গ্যাসের ওভেনের ভেতর ময়লা জমলে ওভেনের আগুনের শিখা লালাভ হয়। ফলে রান্নাঘরে তেলচিটচিটেভাব হওয়ার বেশি সম্ভাবনা থাকে। তাই রান্নাঘরের ওভেন পরিষ্কার রাখুন।

প্রতিদিন রান্না করার পর ওভেন পরিষ্কার করুন। লিকুইড ক্লিনার দিয়ে ওভেনের আশপাশও পরিষ্কার করে নিন।

আরও পড়ুনঃ

অতুলনীয় স্বাদের ইলিশ মাছের ডিম ঝোল

যে সাত কারণে কমে যায় আয়ু

রান্নাঘরে মোটা ঝুল জমে বেশি। এছাড়া রান্না করবার সময় রান্না করা তেল পুড়ে ওপর দিকে ওঠে। তাই রান্নাঘরে চিটচিটেভাব হয়ে যায়। তাই সপ্তাহে একবার রান্নাঘরের ঝুল পরিষ্কার করুন।

রান্নাঘরের জানালার গ্রিলেও তেল ও ঝুল আটকায়। তাই কিছুদিন পরপর সাবান-পানিতে ভিজিয়ে স্পঞ্জ বা কাপড় দিয়ে রান্নাঘরের জানালার গ্রিল পরিষ্কার করুন।

রান্নাঘর থাকা বাড়তি জিনিস সরিয়ে রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র আলাদা প্যাকেটে রেখে দিন।

সূত্র- নিউজ এইটিন

জিএ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়
রান্নাঘরের আগুনে পুড়ল ১০ বসতঘর
লাইলাতুল কদরে যা করণীয়
‘বিএনপি নেতাদের শোবার ঘরে, রান্নাঘরে ভারতীয় পণ্য’
X
Fresh