• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হাতে টাকা আসছে! যে পাঁচ লক্ষণ দেখে বুঝবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২০, ০০:০২
Money in hand
বাংলাদেশি টাকা

অর্থসংকটে থাকলে অনেকেই টাকা-পয়সা নিয়ে চিন্তা করেন। কেউবা স্বপ্নে টাকা দেখেন। তবে প্রচলিত কিছু ধারণা বলছে হাতে টাকা আসার আগে কয়েকটা লক্ষণ দেখা যায়। লক্ষণগুলো আপনাকে সুখবরের ইঙ্গিত দিতে পারে।

আসুন জেনে নিই সেই লক্ষণগুলো-

বাড়িতে যদি হঠাৎ করে টিয়া পাখি আসে তা হলে বুঝবেন, অর্থের আগমন সময়ের অপেক্ষা শুধু। টিয়া পাখিকে সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয়।

টাকা আসার আগে শরীরের যে কোনও অংশে মাঝেমধ্যে কাঁপতে শুরু করবে। বিশেষ করে ভ্রু বা হাতের মাঝখানে কম্পন অনুভব করলে বুঝবেন, অর্থলাভ হবে।

বাড়ির আনাচে-কানাচে দেখতে পাবেন, কালো পিঁপড়ে মুখে চাল নিয়ে ছোটাছুটি করছে। তখনই বুঝবেন, লক্ষ্মীলাভ হবে শিগগির।

অনেক সময় পথচলতি গরু আপনার বাড়ির দুয়ারের সামনে এসে ডাকতে শুরু করবে। তখন সেটিকে খালি মুখে ফেরাবেন না। বাড়ির সামনে গরু আসা মানে আপনার জীবনে ভালো কিছু ঘটবে।

মাথায় টিকটিকি আছড়ে পড়লে বিরাট সম্পত্তির মালিক হবার ইঙ্গিত পাওয়া যায়। মানুষের মাথায় টিকটিকি আছড়ে পড়ার ঘটনা বিরল। তবে যাদের মাথায় টিকটিকি পড়েছে তাদের সম্পত্তি লাভ হয়েছে নিশ্চিতভাবে।

সূত্র- জিনিউজ

জিএ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh