smc
logo
  • ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২০, ১৬ কার্তিক ১৪২৭

রান্না করতে পারা পুরুষের ভালোবাসার অভাব হয় না: গবেষণা  

  লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

|  ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৪ | আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২০:০৮
Kitchen view
রান্না ঘরের দৃশ্য
নারীরাই বা কেন সব সময় রান্না করবেন, এগিয়ে আসুক ছেলেরাও। করোনাকালে এই আশাটা অনেকটা পূরণ হচ্ছে। তবে আগে থেকেই যারা রান্না করেন, তাদের বিষয় ভিন্ন। হোস্টেল কিংবা মেসলাইফে এসে অনেক ছেলেই রন্ধন পটীয়সী হন। করোনাকালে বুয়ার অভাবে সেটা বেশ বেড়েছে।

তবে রান্না করতে পারা ছেলেদের জন্য সুখবর হলো- গবেষণা বলছে তাদের জীবনে ভালোবাসার অভাব হবে না। 

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার সোশিওলজিস্ট স্কট কলট্রানে এবং মাইকেল অ্যাডামস সম্প্রতি গবেষণার ফলাফল প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে মেয়েরাও এখন ছেলেদের মতো ফুলটাইম অফিস করেন। বাড়ি ফেরার পর তাদের সঙ্গী যদি ঘরের কাজে সাহায্য করেন, তাহলে সঙ্গীর প্রতি তাদের

ভালোবাসা ও শ্রদ্ধাবোধ বাড়ে। নিজেদের মধ্যে ঝগড়া কম করে ছেলেরা যদি মেয়েদের নানা কাজে সাহায্য করে তাতে সম্পর্ক আরও বেশি জোরদার হয়।

এছাড়া এই প্রভাব সন্তানদের ওপর পড়ে। বাড়িতে দেখে বাচ্চারা যেমন সহজে সকলের সঙ্গে মিশতে শেখে তেমনই খাবারও ভাগ করে খেতে শেখে। সকলকে সম্মান করতে শেখে। সম্পর্কের মর্যাদা দেয়। 

তবে যারা ভালোবাসা পেতে আগ্রহী যারা বিবাহিত এবং বিবাহ উপযুক্ত তারা অবশ্যই আজ থেকে রান্নাঘরে ঢুকুন। নিজের কাজ চালিয়ে নেওয়ার মতো ভাত, চিকেন, নুডলস, ওমলেট এসব রান্না শিখুন।

সূত্র- এই সময় 

জিএ 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০৭৬৮৪ ৩২৪১৪৫ ৫৯২৩
বিশ্ব ৪,৫৯,৯৫,৬২৬ ৩,৩২,৯০,৯৫৯ ১১,৯৫,০৬৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • লাইফস্টাইল এর সর্বশেষ
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়