• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বসা থেকে হঠাৎ দাঁড়ালে মাথা ঘোরে? যা করবেন 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২০, ২১:১৪
Dizziness (symbolic image)
মাথা ঘোরা (প্রতীকী ছবি)

বসা থেকে বা হঠাৎ শোয়া অবস্থা থেকে উঠে দাঁড়ালে মাথা ঘোরে- এমন সমস্যায় অনেকেই ভোগেন। তবে এর সঠিক কারণ ও চিকিৎসা নিয়ে মনে কৌতূহল?

চলুন জেনে নিই আসল কারণ-

এই সমস্যার সঙ্গে নার্ভ বা স্নায়ুর সম্পর্ক আছে। অনেকেরই স্নায়ুর সমস্যার কারণে হঠাৎ শোয়া অবস্থা থেকে উঠলে বা বসা অবস্থা থেকে উঠলে মাথা ঘোরে। তাই এটিকে অবহেলা না করাই ভালো।

অনেকের প্রেশারের কারণে এই ঘটনা ঘটে। রক্ত চাপ কম থাকলে অনেক সময় মাথায় সঠিক পরিমাণ রক্ত পৌঁছায় না। যার ফলে অনেকের এই মাথা ঘোরার সমস্যা থাকতে পারে।

ভার্টিগো অনেকের ক্ষেত্রে উচ্চতা থেকে হয়। পাহাড়ে বেড়াতে গেলে অনেকের এই সমস্যা দেখা যায়। বেশি উঁচু বাড়িতে উঠলেও অনেকের এই সমস্যা হয়। অনেকের লিফটে হয়। এটিও স্নায়ুর সমস্যা।

দুর্ঘটনার ফলে যদি কেউ দীর্ঘক্ষণ অজ্ঞান থাকেন, তাহলে সেই সময়টার জন্য মাথার স্নায়ুতন্ত্রে স্থায়ী সমস্যা তৈরি হতে পারে। সেই সমস্যা থেকেও এই রোগ দেখা দিতে পারে।

এসবের ফলে ডিমেনশিয়া হতে পারে, মাথায় নানা রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে। হৃদযন্ত্র বিকল হওয়া, স্নায়ুর সমস্যা হতে পারে। তাই যদি এই লক্ষণ থাকে, তাহলে চিকিৎসকের কাছে যাওয়া আবশ্যক।

সূত্র- নিউজ এইটিন

আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্ক ত্যাগ করতে যা করবেন

জিএ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাশরুমের উপকারিতা ও যেভাবে খাবেন
X
Fresh