• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশেষ উপায়ে তৈরি লবঙ্গ চা পান করলেই কমবে ওজন  

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৪
clove tea
লবঙ্গ চা

রান্নাঘরে চোখের সামনে এমনকিছু মশলা উপাদান আছে, যা চায়ে মিশিয়ে পান করলে শরীরের বহু রোগ দূর হতে পারে। এমনই এক মশলা লবঙ্গ। নিয়ম মেনে লবঙ্গ চা পান করলে শরীরের অতিরিক্ত ওজন হ্রাস পায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। এমনকি ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে।

লবঙ্গের উপকারিতা:

  • লবঙ্গে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
  • লবঙ্গ থেকে যে তেল পাওয়া যায়, তাতে ইউজেনল নামে একপ্রকার উপাদান থাকে। এটি দাঁতে ব্যথা, মাড়িতে ঘা বা আলসার জাতীয় রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে, হজম প্রক্রিয়াতেও সাহায্য করে।
  • রোগ প্রতিরোধের পাশাপাশি ত্বকের সৌন্দর্য বজায় রাখতে লবঙ্গের ভূমিকা বেশ।
  • শরীরে ব্লাডসুগারের মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে লবঙ্গ। জার্নাল ন্যাচারাল মেডিসিনে প্রকাশিত একটি সমীক্ষাতেও এই বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে।
  • লবঙ্গ অ্যান্টিসেপটিক ও অ্যান্টিভাইরাল গুণ সম্পন্ন। এতে থাকা উপাদানগুলো গলা ব্যথা, সর্দি-কাশি কিংবা মাথা ব্যথা কমাতে সাহায্য করে।
  • লবঙ্গের উপকারিতা পেতে হলে এটি চায়ে মিশিয়ে পান করা যেতে পারে। যেভাবে তৈরি করবেন লবঙ্গের চা।

যেভাবে তৈরি করবেন লবঙ্গ চা:

প্রথমে এক চামচ লবঙ্গ চূর্ণ নিন। এক কাপ পানিতে লবঙ্গচূর্ণ মিশিয়ে পাত্রে ফোটাতে শুরু করুন। এরপর তিন-চার মিনিট রাখুন ও ঠাণ্ডা করুন। যদি চান তাহলে এই লবঙ্গ চায়ে এক চামচ মধুও দিতে পারেন। প্রত্যেক সকালে এই চা পান করুন।

মনে রাখবেন লবঙ্গ চা পান করার মাত্রা যেন বেড়ে না যায়। অতিরিক্ত মাত্রায় যে কোনোকিছু স্বাস্থ্যের ক্ষতি।

সূত্র- নিউজ এইটিন

আরও পড়ুন:

জিএ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিমোর্ট কন্ট্রোলে ওজন কমিয়ে অভিনব চুরি
অস্বাভাবিক ওজন বৃদ্ধি হতে পারে যেসব রোগের ইঙ্গিত
যত টাকায় বিক্রি হলো ৩২ কেজি ওজনের বাঘাইড়
যত টাকায় বিক্রি হলো ২৬ কেজি ওজনের কাতল
X
Fresh