• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাড়িঘরে মাকড়শার উৎপাত? তাড়াতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৯
spider
মাকড়শা

সময়টা এখন ভালো যাচ্ছে না। অনেকদিন ঘরে থাকতে থাকতে মেজাজ বেশ খিটখিটে হয়েছে। সারাদিন গৃহবন্দী থাকতে থাকতে মাঝেমধ্যে মন চায় একটু ছাদে কিংবা বাগানে হাঁটাহাঁটি করি। তবে বের হয়ে যদি চোখেমুখে জড়িয়ে যায় মাকড়শার জাল, তখন রাগের সীমা থাকে না। এছাড়া কখনও কখনও অনেকদিন ঘর বন্ধ থাকলে, মানুষের চলাচল না থাকলে সেখানেও বাসা বাঁধে মাকড়শা। এই প্রাণীর উৎপাতে হয়তো জীবন অতিষ্ঠ।

চিন্তার কারণ নাই, মাকড়সার উপদ্রব দূর করতে মেনে চলুন ঘরোয়া টিপস

একমুঠো পুদিনা পাতা পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে নিন৷ ঘরের যে সব জায়গায় মাকড়সার জাল রয়েছে সেখানে স্প্রে করুন। পুদিনার তেল সামান্য পানির সঙ্গে মিশিয়েও স্প্রে করতে করতে পারেন।

মাকড়সা তাড়াতে ভিনিগার খুব উপকারী, কারণ ভিনিগারে আছে অ্যাসিটিক অ্যাসিড, যার গন্ধ পেলে মাকড়সা পালায়। এজন্য প্রথমে ১ কাপ সাদা ভিনেগার এবং ১ কাপ পানি মিশিয়ে নিন। এবার মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে ঘরের আনাচে কানাচে স্প্রে করুন। যেখানে মাকড়শার উপদ্রব বেশি সেখানে বেশি করে স্প্রে করুন। ফল পাবেন হাতে-নাতে।

মাকড়শা তাড়ানোর আরেকটি অব্যর্থ উপকরণ এসেন্সিয়াল অয়েল। স্প্রে বোতলে ভরে ঘরের আনাকে-কানাচে স্প্রে করুন এসেন্সিয়াল অয়েল, নিমেষেই গায়েব হবে মাকড়শা।

সূত্র- নিউজ এইটিন।

জিএ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২২ ঘণ্টা ধরে চলে ২ গ্রুপের সংঘর্ষ, অর্ধশত বাড়িঘর ভাঙচুর
মামলা করায় বাদীর পরিবারে হামলা, বাড়িঘর ভাঙচুর, লুটপাট
নৌকায় ভোট দেওয়ায় কর্মীদের ওপর চলছে নির্যাতন, বাড়িঘর ভাঙচুর-লুটপাট
ঝিনাইদহে নৌকার সমর্থকদের বাড়িঘরে হামলা
X
Fresh