• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হিংসা না করে কর্মক্ষেত্রে নারীরা পরস্পরের বন্ধু হবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২০, ২০:৩১
Two women at work.
কর্মক্ষেত্রে দুই নারী। প্রতীকী ছবি

স্বীকার করি বা না করি, কর্মক্ষেত্রে প্রতিটা নারী কিছু সমস্যার মুখোমুখি হন। অফিস পলিটিক্স, সেক্সিজম এবং অন্যান্য সমস্যা, নারী কর্মচারীকে সহ্য করতেই হয়। যা পুরুষ কর্মীরা সহজে ভোগেন না। সমস্যা কালে নারীর পাশে দাঁড়াতে পারেন আর একজন নারী। কারণ তিনি আরেকটি নারীর সমস্যা ভালো বুঝতে পারেন। নারীরা যদি কর্মক্ষেত্রে পরস্পরকে সাহায্য করেন তবে কাজের জায়গাটা অনেক সহজ হয়।

যেভাবে নারীরা কর্মক্ষেত্রে পরস্পরের পাশে দাঁড়াবেন, তার কিছু টিপস রইলো-

অফিসে সবার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করুন। নারীরা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করুন। সেখানে কাজের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করুন, দেখবেন কাজটা অনেক সহজ হবে। তবে এর অর্থ এই নয় অফিসের পুরুষ সহকর্মীদের থেকে বিচ্ছিন্ন হবেন। এতে বরং আরও ক্ষতি হতে পারে। পুরুষ সহকর্মীদের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ুন।

অফিসে কারও বার্থ ডে বা অন্য কোনও ছোট অনুষ্ঠান করতে হলে নারীরা এই কাজটা নিতে পারেন। গিফট কেনার টাকা তোলা, মাসিক মিটিং-এ স্ন্যাকসের আয়োজন- এই ধরনের অফিস হাউসওয়ার্ক নারীরা করলে ভালো। চেষ্টা করুন এই ধরনের কাজ যেন পুরুষ ও নারীদের মধ্যে সমানভাবে ভাগ হয়। এই ধরনের কাজগুলির কখনোই একা মহিলাদের হতে পারে না।

পুরুষেরা অনেক সময় অফিসে নারী সহকর্মীদের নিয়ে গল্প করেন। অতিরঞ্জিত গল্প থেকে দূরে থাকুন।

মিটিং-এর সময় কোনও নারী টপিক অনুযায়ী কিছু বলতে উঠলে তাকে যেন কেউ বাধা না দেন সেদিকে খেয়াল রাখতে পারেন। তার মতামত যুক্তিযুক্ত হলে অন্য নারীরা সমর্থন করতে পারেন।

সূত্র- এই সময়।

আরও পড়ুন: ডিভোর্সির সঙ্গে সংসার করতে চাইলে যে বিষয়গুলো মাথায় রাখতেই হবে

জিএ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
নান্দাইলে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা
নারী কয়েদির সঙ্গে কারারক্ষীর অনৈতিক সম্পর্ক, অতঃপর...
ডিবি কার্যালয়ে এসেও কাণ্ড ঘটিয়েছেন মাতাল নারীরা
X
Fresh