smc
logo
  • ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২০, ৬ কার্তিক ১৪২৭

শিশুদের সুরক্ষায় স্বাস্থ্যসেবা শুরু করল জেসিআই

  আরটিভি অনলাইন ডেস্ক

|  ২৯ জুলাই ২০১৯, ১৮:২৬ | আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৯:৩১
শিশু স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম
জেসিআই ঢাকা অ্যাচিভার্স আয়োজিত শিশু স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম
শিশুদের সুরক্ষায় স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম  আয়োজন করেছে জেসিআই ঢাকা অ্যাচিভার্স। এই আয়োজনের স্লোগান ছিল  ‘The Progressives:  Touching lives through health care’ ‘অগ্রগামীতা: জীবনের ছোঁয়া স্বাস্থ্য সেবার মাধ্যমে’। গত ২৭ জুলাই শনিবার মোহাম্মদপুর শেখেরটেক ৭ এর বালুর মাঠ বস্তিতে সফলতার সাথে এই আয়োজন করা হয়।

কার্যক্রম পরিচালিত হয় ইউপিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায়। ইউপিএইচ ফাউন্ডেশন একটি জনকল্যাণমূলক একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে সমাজের সামগ্রিক উন্নতি ও জীবনের মানোন্নয়নের জন্য। ইউপিএইচ ফাউন্ডেশনের প্রোগাম হাসিমুখ, স্বাস্থ্য সেবায় নিয়োজিত। কার্যক্রম পরিচালনা হয় হাসিমুখের জন্য।

জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবার অভাব ও দারিদ্র্যসীমার নিচে বসবাসের ফলে এই অঞ্চলের শিশু কিশোররা স্বাস্থ্য ঝুঁকিতে আছে। এই ঝুঁকি কমাতে এবং স্বাস্থ্য সেবা সম্বন্ধে জানাতে এই কার্যক্রম হাতে নেয় জেসিআই।

কার্যক্রম পরিচালনা করেন ডা. জাকারিয়া হোসেন। মেডিকেল ম্যানেজার (লাং অ্যান্ড সিআইটি। স্থানীয় শিশু ও কিশোরদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং ওষুধ দেয়া হয়। এই স্বাস্থ্য সেবার আওতায় আসে প্রায় ৫০ জন দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী পরিবারের সদস্য।

আরো পড়ুন:

সি/

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৯০২০৬ ৩০৫৫৯৯ ৫৬৮১
বিশ্ব ৪,০৩,৮২,৮৬২ ৩,০১,৬৯,০৫২ ১১,১৯,৭৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • কিডস এর সর্বশেষ
  • কিডস এর পাঠক প্রিয়