জব ডেস্ক, আরটিভি অনলাইন
আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৪:৪০
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ

অস্থায়ীভাবে সরকারি বিধি মোতাবেক সরাসরি বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও পদ সংখ্যা:
কম্পিউটার অপারেটর (০২), সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (০১), বৈজ্ঞানিক সহকারী-১ (১৭), বৈজ্ঞানিক সহকারী-২ (২০), পিএ (০৩), কেয়ার-টেকার (০১), ড্রাফ্টসম্যান (০১), ড্রাইভার/ট্রাক ড্রাইভার (০৪), ডাটা এন্ট্রি অপারেটর (০৩), টেকনিশিয়ান-২ (০২), পাম্প অপারেটর (০২), বাবুর্চি (০১)।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ, এসএসসি, স্নাতক বা সমমানের ডিগ্রি।
আবেদন প্রক্রিয়া: অনলাইন
বিস্তারিত: http://bina.teletalk.com.bd
আবেদন শুরুর সময়: ২৩ ডিসেম্বর ২০১৯
আবেদনের শেষ সময়: ২২ জানুয়ারি ২০২০
এস/এজে