• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে আবেদনের শেষ দিন কাল

আরটিভি অনলাইন ডেস্ক

  ৩০ অক্টোবর ২০১৮, ১৫:১১

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে আবেদনের শেষ দিন কাল (বুধবার)। এতে ‘সিনিয়র প্রিন্সিপাল অফিসার’ পদে ১২টি এবং ‘প্রিন্সিপাল অফিসার’ পদে ৪৪টিসহ সব মিলিয়ে ৫৬টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। শূন্য পদ কমতে বা বাড়তে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই দুটি পদের জন্য শুধু বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন।

সিনিয়র প্রিন্সিপাল অফিসার
পঞ্চম গ্রেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসারের বেতন ৪৩০০০-৬৯৮৫০ টাকা। এই পদে আবেদন করতে হলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা আইসিএমএ উত্তীর্ণ সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে। ১ অক্টোবর ২০১৮ পর্যন্ত সর্বোচ্চ ৪০ বছর বয়সীরা এতে আবেদন করতে পারবেন।

প্রিন্সিপাল অফিসার
ষষ্ঠ গ্রেডের প্রিন্সিপাল অফিসার পদে বেতন ৩৫৫০০-৬৭০১০ টাকা। এই পদে আবেদন করতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিসহ অন্য কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পদে কমপক্ষে ২ বছর চাকরির অভিজ্ঞতা লাগবে। শিক্ষা জীবনে কমপক্ষে একটি প্রথম বিভাগ থাকতে হবে এবং কোনও স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।১ অক্টোবর ২০১৮ পর্যন্ত সর্বোচ্চ ৩৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া ও শেষ তারিখ
এই দুটি পদের জন্যও অফলাইনে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীদের মহাব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংক ও সদস্য-সচিব, বিএসসি, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (দ্বিতীয় সংলগ্নী ভবন ১৭তম তলা), ঢাকা বরাবর আবেদন পৌঁছাতে হবে।