• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

৪০তম বিসিএসে কোটা নয়, মেধার ভিত্তিতে হবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ অক্টোবর ২০১৮, ১২:২৮

৪০তম বিসিএসের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া কোটা নয়, মেধার ভিত্তিতে হবে। তবে ৩৯তম বিশেষ বিসিএস ও অন্যান্য চলামান পরীক্ষার মাধ্যমে নিয়োগে কোটা থাকবে। জানালেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।

মোহাম্মদ সাদিক সাংবাদিকদের জানান, ৪০তম বিসিএসে কোটা ব্যবস্থা প্রযোজ্য হবে না। ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে নিয়োগের ক্ষেত্রে সরকারের সব শেষ বিধি অনুসরন করা হবে। তাই এতে ক্যাডারদের মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।

তিনি বলেন, চলমান থাকা ৩৯তম বিশেষ বিসিএস ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে নিয়োগে কোটা থাকবে।

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর থেকে ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং ১৫ নভেম্বর পর্যন্ত তা চলবে।

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করে বৃহস্পতিবার পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা থাকবে না।

তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্ষেত্রে কোটা থাকবে বলে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব অনুমোদন করা হয়।

এতদিন সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত ছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ।

সরকারি চাকরিতে নিয়োগে কোটার পরিমাণ ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে কয়েক মাস আগে জোরালো আন্দোলন গড়ে তোলে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পর তা সারাদেশে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
৮৬৬ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বিভিন্ন কলেজে পদায়ন
৪৬তম বিসিএসের প্রিলির জন্য ১০৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা
X
Fresh