• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আরটিভিতে চাকরির সুযোগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৮ আগস্ট ২০১৮, ১৩:৩৩

বাংলাদেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেল আরটিভিতে জনবল নিয়োগ দেয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি তিনটি পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও।

টেলিভিশনের ব্রডকাস্টিং ও নেটওয়ার্কিং বিভাগে আইটি ম্যানেজার পদে জনবল নেয়া হবে একজন। প্রার্থীকে যেকোনও স্বীকৃত সরকারি, বেসরকারি ও বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। যেকোনও মিডিয়া কিংবা টেলিভিশন চ্যানেলের ব্রডকাস্টিং এবং নেটওয়ার্কিং সিস্টেমে কাজ করার পাঁচ থেকে সাত বছরে অভিজ্ঞতা থাকতে হবে।

সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে লোক নেয়া হবে একজন। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে মাস্টার্স কিংবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। মিডিয়া (মার্কেটিং) সম্পর্কে বিশেষ কোনও কোর্স করা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। এ পদে চাকরির জন্য প্রার্থীদের সেলস, মার্কেটিং, মিডিয়া কিংবা টিভি চ্যানেলের সংশ্লিষ্ট পদে কাজ করার তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

-------------------------------------------------------
আরও পড়ুন : আরটিভি অনলাইন-এ জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ
-------------------------------------------------------

অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে জুনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ থাকছে। এ পদে চাকরির জন্য প্রার্থীকে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হলেই হবে। সদ্য পাস করা স্নাতক ডিগ্রিধারীদের আবেদনে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। এ পদে চাকরির জন্য কোনও অভিজ্ঞতার প্রয়োজন নেই।

আবেদন করতে হবে অনলাইনে। আগ্রহী প্রার্থীরা নিজেদের ছবি ও কভার লেটারসহ সিভি ইমেইল করবেন career@rtvbd.tv এই ইমেইল ঠিকানায়। মনে রাখবেন, কভার লেটার এবং সিভি অবশ্যই পিডিএফ ফরমেটে পাঠাতে হবে। ইমেইলের সাবজেক্ট অপশনে যে পদে চাকরি করতে চান সেটা উল্লেখ করতে হবে। চাকরিতে আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৮।

আরও পড়ুন:

কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, নেবে একাধিক লোকবল
অষ্টম শ্রেণি পাসেই ব্র্যাকে চাকরির সুযোগ
আরটিভিতে আজ যা দেখবেন
এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন করবেন যেভাবে
X
Fresh