• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দোভাষী পদে নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১২ আগস্ট ২০১৮, ১১:২৪

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টের সঙ্গে কাজ করার জন্য অস্থায়ী ভিত্তিতে ‘দোভাষী (ফরাসি ভাষা)’ পদে জনবল নিয়োগ করা হবে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে।

দোভাষী (ফরাসি ভাষা) পদে ঠিক কতজন নিয়োগ দেবে সেটা নির্দিষ্ট করে বলা হয়নি বিজ্ঞপ্তিতে। প্রার্থীকে স্নাতক কিংবা সমমানের যোগ্যতাসম্পন্ন হতে হবে। সেইসঙ্গে উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ফরাসি ভাষায় পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

ইংরেজি ও ফরাসি ভাষায় লেখা এবং অনর্গল কথা বলার যোগ্যতা থাকতে হবে। ফরাসি হতে ইংরেজি এবং ইংরেজি হতে ফরাসি ভাষা, বাংলা থেকে ফরাসি এবং ফরাসি হতে বাংলা ভাষায় দোভাষী হিসেবে বাক্য বিনিময়ে ও অনুবাদে পারদর্শী হতে হবে। স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় অথবা ভাষা ইন্সটিটিউট হতে ফরাসি ভাষায় ন্যূনতম A-2 কোর্স পাস হতে হবে। তবে B-1 কোর্সসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। দোভাষী হিসেবে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।

কম্পিউটার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।

প্রার্থীদের বয়স হতে হবে ২৪ থেকে ৪৫ বছর বয়স।

নিয়োগ নিশ্চিত হলে মাসে বেতন পাবেন ২ হাজার ৫৩২ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।

একবছর মেয়াদি এ চাকরিতে সেনাবাহিনীর সব সুবিধা পাবেন।

আবেদনের ঠিকানা: সেনা সদর, জিএস শাখা, ওভারসিজ অপারেশন্স পরিদফতর, ঢাকা সেনানিবাস, ঢাকা।

চাকরিতে আবেদনের শেষ তারিখ: ২৬ আগস্ট, ২০১৮।

চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন।

কেএইচ/এসআর

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, জাতিসংঘের সতর্কবার্তা
মুখ খুলল রাশিয়া
যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে মধ্যপ্রাচ্যকে এখনই ফেরাতে হবে : জাতিসংঘ
৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করবেন যেভাবে
X
Fresh