• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আজ সমাজসেবা অধিদপ্তরে চাকরির আবেদনের শেষ তারিখ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৯ জুলাই ২০১৮, ১১:৩৯

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সমাজ সেবা অধিদপ্তরের ৭টি পদে ৯৬০ জনকে নিয়োগ দেয়া হচ্ছে। আজ রোববার এই চাকরির আবেদনের শেষ তারিখ। আগ্রহ ও যোগ্যতা থাকলে আজই করুন আবেদন।

হাউজ প্যারেন্ট কাম টিচার পদে ১৩ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন ডিগ্রি। তবে ব্রেইল পদ্ধতিতে কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ১০ জনের নিয়োগ হবে। চাকরিপ্রত্যাশীকে অনুমোদিত যে কোনও শিক্ষাবোর্ড হইতে এইচএসসি বা সমমান পাশ। সাঁটলিপি গতি প্রতি মিনিটে ইংরেজি ৮০, বাংলা ৫০ শব্দ। কম্পিউটার মুদ্রণ গতি ইংরেজি ৩০ এবং বাংলায় ২৫ শব্দ।

ফিল্ড সুপারভাইজার পদে নিয়োগ দেয়া হবে ৫০ জনকে। প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

সমাজকর্মী (ইউনিয়ন) পদে চাকরির সুযোগ ৪৬৩ জন। প্রার্থীকে কোনও স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (স্থায়ী রাজস্ব) পদে ১৫৭ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে কোনও স্বীকৃত বোর্ড হইতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ। কম্পিউটার অ্যাপটিচ্যুড টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে।

গাড়ি চালক হিসেবে ১২ জনের নিয়োগ হবে। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাশ হলেই হবে। সেইসঙ্গে হালকা ও ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

অফিস সহায়ক পদে ২৫৫ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

প্রার্থীকে http://dss.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা: ২৯ জুলাই ২০১৮ রাত ১২ টা পর্যন্ত।

চাকরির বিজ্ঞপ্তি দেখুন এখানে।

কেএইচ/এসএস

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিকের শেষ ধাপের পরীক্ষা আজ, মানতে হবে যেসব সতর্কতা
প্রাথমিকের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার, মানতে হবে যেসব সতর্কতা
কোকা-কোলায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা 
চাকরির সুযোগ দেবে ইবনে সিনা, নেবে একাধিক
X
Fresh