• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ক্রীড়া পরিদপ্তরে চাকরির সুযোগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ জুলাই ২০১৮, ০৯:১৩

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের অধীনস্থ জেলা ক্রীড়া অফিস এবং শারীরিক শিক্ষা কলেজে ৯ পদে মোট ২৬ জনকে নিয়োগ দেয়া হবে। প্রতিষ্ঠানটি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। আগ্রহ এবং যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন আপনিও।

ক্রীড়া পরিদপ্তরের অধীনস্থ শারীরিক শিক্ষা কলেজে প্রধান সহকারী পদে চারজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী হওয়ার সঙ্গে সঙ্গে কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

জেলা ক্রীড়া অফিসে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আটজনের নিয়োগ হবে। প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলা ও ইংরেজি মুদ্রাক্ষর লিখনে নির্ধারিত গতি থাকতে হবে।

শারীরিক শিক্ষা কলেজে লাইব্রেরিয়ান পদে লোক নিয়োগ হবে একজন। প্রার্থীকে স্নাতক ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে।

জেলা ক্রীড়া অফিসে অফিস সহায়ক পদে জনবল নিয়োগ হবে চারজন। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাসসহ শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে।

শারীরিক শিক্ষা কলেজে দুইজনকে নিয়োগ দেয়া হবে নিরাপত্তা প্রহরী হিসেবে। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হলেই হবে।

আয়া হিসেবে নেয়া হবে একজন। প্রার্থীকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

দুইজনকে নেয়া হবে বাবুর্চি পদে। চাকরিপ্রত্যাশীদেরকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

গ্রাউন্ডসম্যান পদে জনবল নিয়োগ হবে তিনজন। প্রার্থীকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ক্রীড়া পরিদপ্তরে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে একজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীদের অষ্টম শ্রেণি পাস হলেই হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০১৮

চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন।

কেএইচ/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরি দেবে পপুলার ফার্মা, বছরে ৩ বোনাস
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ব্র্যাক, রয়েছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন অনলাইনে
ফেসবুকে লাইভের জেরে চাকরি গেল এসপির
X
Fresh