• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তাঁত বোর্ডে অর্ধশতাধিক জনবল নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৫ জুলাই ২০১৮, ১১:৫৪

বাংলাদেশ তাঁত বোর্ড ১৩ পদে ৫৩ জন নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটি মেডিকেল অফিসার পদে একজনকে নিয়োগ দেবে। প্রার্থীকে এমবিবিএস ডিগ্রিসহ তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

লিয়াজো অফিসার পদে দুইজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রিধারী অথবা স্নাতকসহ তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

প্রশিক্ষক হিসেবে লোক নেয়া হবে দুইজন। চাকরিপ্রত্যাশীদেরকে টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা তিন বছরের অভিজ্ঞতাসহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমাধারী হতে হবে।

গবেষণা কর্মকর্তা পদে একজনের নিয়োগ হবে। প্রার্থীকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

পরিসংখ্যানবিদ পদে নিয়োগ হবে একজনের। প্রার্থীকে পরিসংখ্যানে স্নাতকোত্তর পাস করা থাকতে হবে।

নিরীক্ষক পদে একজনের নিয়োগ হবে। প্রার্থীকে স্নাতক পাস করা থাকতে হবে।

ফিল্ড সুপারভাইজার হিসেবে ১৭ জনকে নেয়া হবে। প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

একজন নেয়া হবে সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে। প্রার্থীকে এইচএসসি পাসসহ নির্ধারিত টাইপিং স্পিড থাকতে হবে।

সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে একজনের নিয়োগ হবে। প্রার্থীকে এইচএসসি পাস এবং নির্ধারিত টাইপিং স্পিড থাকতে হবে।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে জনবল নিয়োগ হবে ১৩ জন। প্রার্থীকে এইচএসসি পাস এবং নির্ধারিত টাইপিং স্পিড থাকতে হবে।

স্কিল্ড ডাইং হেলপার পদে একজনের নিয়োগ হবে। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

অফিস সহায়ক হিসেবে জনবল নেয়া হবে আটজনকে। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হলেই হবে।

নিরাপত্তা প্রহরী পদে তিনজনের নিয়োগ হবে। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হলেই হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই

চাকরির বিজ্ঞপ্তি দেখুন এখানে।

কেএইচ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোটচাঁদপুরে মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ 
প্রাথমিকের শেষ ধাপের পরীক্ষা আজ, মানতে হবে যেসব সতর্কতা
প্রাথমিকের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার, মানতে হবে যেসব সতর্কতা
কোকা-কোলায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা 
X
Fresh