• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রেলওয়েতে নিয়োগের মৌখিক পরীক্ষা ২ জুলাই

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৫ জুন ২০১৮, ১২:৩৪

বাংলাদেশ রেলওয়ের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামী ২ জুলাই এ মৌখিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। উপ সহকারী প্রকৌশলী(ওয়ে) পদে জনবল নিয়োগের জন্য গত ৮ জানুয়ারি অনুষ্ঠেয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে।

সাক্ষাৎকার নেয়া হবে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা’ এই ঠিকানায়।

পরীক্ষার সময়: সকাল ১০টা ৩০ মিনিট

মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি থেকে জানা যায়, উপ সহকারী প্রকৌশলী পদের উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার প্রবেশপত্র ইতোমধ্যে ডাকযোগে প্রেরণ করা হচ্ছে। কোন উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে থাকলে আগামী ২৮ জুন ২০১৮ তারিখের মধ্যে পরিচালক(ইউনিট-১২) বরাবর লিখিত আবেদন এবং দুই কপি সত্যায়িত ছবিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। সাক্ষাৎকার পত্র ব্যতীত সাক্ষাৎকার পরীক্ষা গ্রহণ করা হবে না বলে জানিয়ে দেয়া হয়েছে।

প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, জাতীয় পরিচয়পত্র, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত মূল ছাড়পত্রের কপি এবং বাছাই/লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সাক্ষাৎকারের সময় আনতে হবে। অন্যথায় সাক্ষাৎকার গ্রহণ করা হবে না। সাক্ষাৎকারের সময় প্রার্থীগণ মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবে না বলে জানিয়ে দেয়া হয়েছে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন।

কেএইচ/এসএস

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিসংখ্যান ব্যুরোতে বড় নিয়োগ, নেবে ৭১৪ জন
স্নাতক পাসেই নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন অনলাইনে
দ্বিতীয় দিনে ট্রেনের ২৭ হাজার টিকিট বিক্রি
আসছে এনটিআরসিএ’র ৫ম গণবিজ্ঞপ্তি, নিয়োগ হতে পারে লক্ষাধিক শিক্ষক
X
Fresh