• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সোনালী ব্যাংকে ‘সিনিয়র অফিসার’ নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৩ জুন ২০১৮, ০৯:০০

সোনালী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। গত ১ জুন অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৮ হাজার ৯৯৩ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে খবরটি জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুন শনিবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষার পূর্ণমান ২০০ নম্বর।

ঢাকার চারটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো- উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ, শেখ বোরহানউদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ এবং ঢাকা আলিয়া মাদরাসা।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য-সচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন খান জানান, পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা পূর্বে পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে উপস্থিত হতে হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে। কোনও মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টঘড়ি বা অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস পরীক্ষার হলে সাথে রাখা যাবে না।

লিখিত পরীক্ষার সময়সূচীসংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন।

কেএইচ/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে ডিজিকন, নেবে ১০০ জন
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চেয়েছেন রাষ্ট্রপতি
ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি দিয়ে মাকে খুঁজছে মেয়ে, ফারাজ করিমের পোস্ট
X
Fresh