• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আইসিটিতে রিটের ফাঁদে ৫৬ ‘প্রোগ্রামারের চাকরি’

নিজস্ব প্রতিবেদক

  ১০ জুন ২০১৮, ১৪:২৯
আইসিটি

প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতাবলে ২০১৫ সালে কম্পিউটার কাউন্সিলের দুইটি প্রকল্প থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা পর্যায়ের সহকারী প্রোগ্রামার পদে অস্থায়ীভাবে ১৮৯ জনকে নিয়োগ দেয়া হয়।

নিয়োগকালে শর্ত ছিল, চাকরি স্থায়ী হওয়ার পর পাঁচ বছর পূর্ণ না হলে তারা পদোন্নতি পাওয়ার যোগ্য হবেন না। এই পাঁচ বছরে সহকারী প্রোগ্রামার থেকে প্রোগ্রামার পদে পদোন্নতির যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সরকারি কর্মকমিশনের মাধ্যমে প্রোগ্রামার নিয়োগ দেয়া হবে।

২০১৬ সালে সরকারি কর্ম কমিশন-পিএসসির মাধ্যমে প্রোগ্রামার পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। নিয়োগের নানা ধাপ শেষে গত বছরের ৬ নভেম্বর ৫৬ জনকে জেলা পর্যায়ের জন্য প্রোগ্রামার হিসেবে নিয়োগের সুপারিশ করে পিএসসি।

কিন্তু প্রায় ১৮ মাস পেরিয়ে গেলেও সেই নিয়োগ প্রক্রিয়া এখনো শেষ হয়নি।
--------------------------------------------------------
আরও পড়ুন : মেট্রোরেলে যাতায়াত করা যাবে ২০১৯ সালেই: কাদের
--------------------------------------------------------

সুপারিশের পরপরই সহকারী প্রোগ্রামারদের কয়েকজনের পক্ষ থেকে হাইকোর্টে রিট করেন। পর আদালতের নির্দেশে প্রোগ্রামার পদে নিয়োগে সুপারিশকৃতদের নিয়োগ আটকে যায়।

প্রকল্প থেকে চাকরি পাওয়া এক সহকারী প্রোগ্রামারের করা হাইকোর্টে রিটের পর গত ৬ ডিসেম্বর অধিদপ্তরকে ওই সংক্রান্ত জবাব দিতে নির্দেশ দেয় হাইকোর্ট।

সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, পরে অধিদপ্তরের সেই সময়ের মহাপরিচালক বনমালী ভৌমিক গত ৮ জানুয়ারি হাইকোর্টকে জানান, সহকারী প্রোগ্রামারদের যে শর্তে নিয়োগ দেয়া হয়, তা এখনও পূরণ হয়নি। তাদের চাকরি স্থায়ী হয়নি, এমনকি পদোন্নতি পাওয়ার যোগ্য বলেও বিবেচিত হননি।

বনমালী আরও জানান, রূপকল্প-২০২১ বাস্তবায়নের অংশ হিসেবে আইসিটিতে দক্ষ জনবল গড়ে তোলা, আইসিটি কার্যক্রম সম্প্রসারণ ও বেগবান করতে এবং ই-সার্ভিস টেকসই করার জন্য আইসিটি অধিদপ্তরের জনবল বাড়ানো জরুরি হয়ে পড়েছে। জেলা পর্যায়ে প্রোগ্রামার পদ থাকা সত্ত্বেও পদগুলো ফাঁকা রয়েছে। এতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এদিকে, পিএসসি থেকে সুপারিশ পাওয়া চাকরিপ্রার্থীরা বলছেন, প্রকল্প থেকে নিয়োগ পাওয়া সহকারী প্রোগ্রামারদের করা এক রিটের কারণে তাদের নিয়োগ আটকে আছে। প্রশাসন, দপ্তরে ছুটাছুটি করেও দ্রুত বিষয়টি সুরাহা হচ্ছে না।

নাম না প্রকাশ করার শর্তে একজন আরটিভি অনলাইনকে বলেন, সরকার (পিএসসি) আমাদের নিয়োগের জন্য মনোনয়ন প্রদান করেছেন, আবেদন করা সব দক্ষ প্রকৌশলীর মধ্যে আমরা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমাদের সব প্রাক-নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন করেছি। আমাদের ৮-১০ বছরের আইসিটি অভিজ্ঞতা সরকারের আইসিটি খাতে কাজে লাগিয়ে “ডিজিটাল বাংলাদেশ” বির্নিমাণে কাজ করতে আমরা সংকল্পবদ্ধ। কিন্তু এই অযৌক্তিক কালক্ষেপণের বেড়াজালে যেমনি ব্যাহত হচ্ছে “ডিজিটাল বাংলাদেশ” বিনির্মাণ, তেমনি আমরা পার করছি হতাশার প্রতিটি ক্ষণ, কাটাচ্ছি মানবেতর জীবন।”

এদিকে, রিটকারীদের পক্ষের একজন আরটিভি অনলাইনকে বলেন, আমরা যৌক্তিক দাবিতে রিট করেছি। সরকার চাইলে নতুন নিয়োগ দিতেই পারে।কিন্তু আমরাও চাই, আমাদের পদোন্নতি দেয়ার পর নিয়োগ দেয়া হোক। কারণ আমাদের প্রোগ্রামার পদে পদোন্নতি না দিয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। পদোন্নতি পেতে ৫ বছরের শর্ত জুড়ে দেয়া থাকলেও এতে আমাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে- নতুন প্রোগ্রামার নিয়োগ দেয়া হলে আমাদের আর পদোন্নতি হবে না।

বিষয়টি সম্পর্কে আইসিটি অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক এ কে এম খায়রুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আরটিভি অনলাইনকে বলেন, এ বিষয়ে ফাইলপত্র না দেখে কিছু বলতে পারবো না।

আরও পড়ুন :

এসআর/সি

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীর আহমেদের দুর্নীতি অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, লাগবে এসএসসি পাস
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে সংশোধিত ফল প্রকাশ
প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফলে ত্রুটি, সংশোধিত ফল রাতেই
X
Fresh