• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহী পুলিশে ৩টি পদে জনবল নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০২ জুন ২০১৮, ১০:৩৯

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে ৩টি পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। কমিশনারের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে জনবল নেয়া হবে একজন। প্রার্থীকে এইচএসসি পাস করা থাকতে হবে। সেইসঙ্গে সাঁটলিপিতে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে তিনজনের নিয়োগ হবে। এই পদে নিয়োগের জন্য চাকরিপ্রত্যাশীদেরকে প্রার্থীকে এইচএসসি পাস করা থাকতে হবে। সেইসঙ্গে সাঁটলিপিতে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ দেয়া হবে নয়জনকে। প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে। সেইসঙ্গে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২৫ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।

চাকরিপ্রত্যাশীদেরকে রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীদের বয়স ২৮ জুন ২০১৮ তারিখের মধ্যে হতে হবে ১৮ থেকে ৩০। তবে কোটাধারীদের জন্য চাকরির সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা www.rmp.gov.bd থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী।

আবেদনের শেষ সময়: ২৮ জুন ২০১৮

চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন।

কেএইচ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরি দেবে পপুলার ফার্মা, বছরে ৩ বোনাস
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ব্র্যাক, রয়েছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন অনলাইনে
ফেসবুকে লাইভের জেরে চাকরি গেল এসপির
X
Fresh